Advertisement
Advertisement

Breaking News

Ankush Hazra

‘কুরবান-এর শোয়ে মাছি তাড়াচ্ছে সিনেমা হল!’, নিজের ছবি নিয়ে সত্যি বলতে লজ্জা নেই অঙ্কুশের

বিস্ফোরক টলিউড অভিনেতা।

Ankush Hazra requests fan to watch Kurban | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:November 25, 2023 2:11 pm
  • Updated:November 25, 2023 2:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার টলিউডের বক্স অফিসে জোর টক্কর। জিৎ বনাম অঙ্কুশ (Ankush Hazra)! ব্যবসার নীরিখে কে কাকে টেক্কা দেবে? সেই কৌতূহল যখন তুঙ্গে, তখন ‘কুরবান’ অভিনেতা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা মানতে নারাজ! সংবাদ প্রতিদিন ডট ইন-এর কাছে অঙ্কুশের মন্তব্য, “‘মানুষ’ এবং ‘কুরবান’ (Kurban)-এর দর্শক আলাদা। তাছাড়া জিৎ আমার কাছের মানুষ।” কিন্তু এবার নিজের ছবি নিয়ে যা বললেন, তার জন্য যে কোনও অভিনেতার ‘বুকের পাটা’ দরকার।

শুক্রবার সন্ধেয় ‘কুরবান’-এর প্রিমিয়ারে দাঁড়িয়েই সদর্পে অঙ্কুশ বলেছিলেন, “সৎভাবে সিনেমার রিভিউ দেবেন। তাহলে ভবিষ্যতে নিজেদের যাচাই করতে সুবিধে হয় আমাদের।” শনিবার দুপুরে সোশাল মিডিয়ায় যা লিখলেন, তা আরও অবাক করে দেয়! অঙ্কুশের মন্তব্য, “ভীষণই কম সংখ্যক মানুষ ‘কুরবান’ দেখতে প্রেক্ষাগৃহে ঢুকছেন। সত্যিটা মানতে একদমই লজ্জা নেই। বাংলা সিনেমার পাশে দাঁড়াতে অনুরোধ করছি না। শুধু ভালো লাগলে আশেপাশের মানুষগুলোকে জানাবেন। আপনাদের ছাড়া কাদের অনুরোধ করব বলুন? আপাতত প্রেক্ষাগৃহে যে মাছিগুলো উড়ছে তাদের তো আর বোঝাতে পারব না!”

Advertisement

[আরও পড়ুন: মঞ্চে আচমকাই গান থামালেন অরিজিৎ সিং, কাকে দেখে স্তব্ধ গায়ক?]

তবে ‘কুরবান’ যাঁরা দেখে এসেছেন, নিয়ে তাঁদের থেকে যে ভালো রিভিউ পাচ্ছেন, সেকথাও স্বীকার করে নিলেন অঙ্কুশ হাজরা। পাশাপাশি আগামী বছরের জন্য বড় ঘোষণা করে দিলেন। ২০২৪ সালে উৎসবের মরশুমে প্রেক্ষাগৃহে আসছে অঙ্কুশের বহু প্রতীক্ষিত ‘মির্জা’। উল্লেখ্য, একই দিনে মুক্তি পেয়েছে টলিউড সুপারস্টার জিতের ‘মানুষ’। যে সিনেমায় জিতু কামালও রয়েছেন। শুক্রবার সাতসকালে জিৎ ভক্তরা দুধ ঢেলে, পোস্টারে মালা পরিয়ে ফার্স্ট ডে ফার্স্ট শো উদযাপন করেছেন। জিতের যে বাংলায় একটা আলাদা ভক্ত শিবির রয়েছে, তা বলাই বাহুল্য। সেই আবহে অঙ্কুশের ‘কুরবান’ কতটা ব্যবসা করতে পারে? এখন সেটাই দেখার।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ankush (@ankush.official)

[আরও পড়ুন: বলিউডে ‘ব্রাত্য’ ববি কাঁপিয়ে দিলেন ‘অ্যানিম্যাল’ ট্রেলারে! দাদা সানির মতোই দাপুটে কামব্যাক?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement