Advertisement
Advertisement

Breaking News

Ankush Hazra

অনলাইনে পিৎজা অর্ডার করে মহাফ্যাসাদে অঙ্কুশ! ক্ষোভ উগড়ে দিলেন অভিনেতা

ঠিক কী ঘটেছে?

Ankush Hazra received damaged pizza, slams in insta post
Published by: Sandipta Bhanja
  • Posted:November 14, 2024 7:09 pm
  • Updated:November 14, 2024 7:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনলাইন অ্যাপে খাবার অর্ডার করে সমস্য়ায় পড়তে হয়েছে এমন ঘটনা নতুন নয়! বহু তারকাই এর আগে সমস্যায় পড়ে অভিযোগ করেছেন। এবার সেরকমই এক কাণ্ড ঘটল অঙ্কুশ হাজরার (Ankush Hazra) সঙ্গে। অনলাইনে পিৎজা অর্ডার করে মহাফ্যাসাদে পড়েছেন অভিনেতা। আর মনের মতো জিনিস না পেয়েই ক্ষোভ উগড়ে দিলেন।

ঠিক কী ঘটেছে? অঙ্কুশের পোস্টেই জানা গেল বিষয়টা। অভিনেতা জানিয়েছেন, তিনি অনলাইনে ভলক্যানো পিৎজা অর্ডার করেছিলেন। পিৎজার ঠিক মাঝে থাকে চিজে ভরপুর সেই ভলক্যানো। কিন্তু পিৎজা হাতে পেয়ে বক্স খুলেই অঙ্কুশের চোখে যা পড়ল, তাতে চক্ষু চড়কগাছ অভিনেতার! নামী পিৎজা প্রস্তুতকারক এক সংস্থার বেহালার শাখা থেকে এই খাবার অর্ডার করেছিলেন অঙ্কুশ। তবে পিৎজা হাতে পেয়েই দেখেন, মাঝখানের আসল অংশ অর্থাৎ ভলক্যানোটাই উধাও! আর তাতেই বেজায় বিরক্ত হন অভিনেতা। সেই ছবি ইনস্টা স্টোরিতে পোস্ট করে তিনি লিখেছেন, “বেহালার ব্রাঞ্চ থেকে পিৎজা অর্ডার করেছিলাম অনলাইন অ্যাপের মাধ্যমে, এটা পেলাম। মাঝখান থেকে ভলক্যানোটাই গায়েব।”

Advertisement

অভিনেতা সোশাল মিডিয়ায় বেশ সক্রিয়। প্রায়শই পোস্ট করে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন নানা কথা। এবার অনলাইনের মাধ্যমে খাবার অর্ডার করে ফ্যাসাদে পড়ায় সেই ঘটনাও ছবি দিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন অঙ্কুশ। পিৎজা প্রস্তুতকারক সংস্থা এবং ডেলিভারি সংস্থার নাম করেই অভিযোগ করেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement