Advertisement
Advertisement

Breaking News

Ankush-Oindrila

অঙ্কুশ-ঐন্দ্রিলা-উষসীর ‘রান্নাবাটি’, আলুর পরোটা-চিকেন পকোড়ার দ্বৈরথ! কার জয় হল?

মজার ভিডিও শেয়ার করলেন তারকা।

Ankush Hazra, Oindrila Sen and Ushasi's fun weekend coocking show, see video
Published by: Suparna Majumder
  • Posted:November 17, 2024 1:17 pm
  • Updated:November 17, 2024 1:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুষ্টু-মিষ্টি রসায়ন অঙ্কুশ ও ঐন্দ্রিলার। টলিপাড়ার তারকা যুগলের খুনসুটি চলতেই থাকে। উইকএন্ডে তাঁদের দোসর হলেন ঐন্দ্রিলার বোন উষসী। তিনজনে শুরু করে দিলেন ‘রান্নাবাটি’। আর তাতেই অঙ্কুশের ‘উইকএন্ড পেটপুজো’ জমজমাট।

Ankush-1

Advertisement

রান্নাঘরে যেন আলুর পরোটা আর চিকেন পকোড়ার দ্বৈরথ চলছিল। পকোড়ার দায়িত্ব সামলাচ্ছিলেন ঐন্দ্রিলা সেন। আর উষসী করছিলেন আলুর পরোটার আয়োজন। প্রেমিকা ও তাঁর বোনের মধ্যে কার জয় হল? সেই সিদ্ধান্ত নেওয়ার গুরুদায়িত্ব অঙ্কুশ নিজের কাঁধেই নিয়ে নিয়েছিলেন। সেই সঙ্গে ভিডিওর সঞ্চালনাও শুরু করে দিয়েছিলেন।

কীভাবে চিকেন কিমা দিয়ে ঐন্দ্রিলা সুস্বাদু চিকেন পকোড়া তৈরি করেছেন, তা ক্যামেরাবন্দি করেছেন অঙ্কুশ। উষসীর আলুর পরোটা রান্নার দিকেও ছিল তাঁর কড়া নজর। এরই মাঝে আবার ঠাট্টার ছলে ‘সহজ রান্না কঠিন করে দেখিয়ে ক্রেডিট নেওয়ার জন্য’ ঐন্দ্রিলাকে খোঁটা দেন অঙ্কুশ। উষসীর কাছে মজা করে জানতে চান, ‘আলুর পরোটাতে আলু মাখে?’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ankush (@ankush.official)

এমন হাসিমজার মধ্যেই ঐন্দ্রিলার রান্না শেষ। চিকেন পাকোড়া খেয়েই মুগ্ধ অঙ্কুশ। ‘কুক নম্বর ১’ ঐন্দ্রিলাকে দিলেন পাশ মার্কস। একইসঙ্গে উষসীকে দিলেন তাগাদা। কিছুক্ষণ বাদেই টলিউডের মির্জাকে দেখা গেল এক প্লেট আলুর পরোটা ও দই নিয়ে। পরোটা দইয়ে চুবিয়ে মুখে দিতেই যেন স্বাদের বিস্ফোরণ। ‘কুক নম্বর ২’ লেটার মার্কস হিসেবে পেল স্নেহচুম্বন।

উল্লেখ্য, বছর খানেক ধরেই অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটি বিয়ের পিঁড়িতে বসার কথা শোনা যাচ্ছে। কিন্তু জুটিকে ছাদনাতলায় দেখার সাধ আর মিটছে না ভক্তদের।  তবে, প্রেক্ষাগৃহে যখন ‘মির্জা’ ঝড়, তখন অনুরাগীদের সাক্ষী রেখে মালাবদল করেছিলেন তারকা যুগল। প্রসঙ্গত,  প্রথমবারই প্রযোজক হিসেবে ছক্কা হাঁকিয়ে ফেলেন অঙ্কুশ হাজরা। সাড়ে চার কোটি বাজেটে তৈরি ‘মির্জা: পার্ট ১ জোকার’ বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করে। ছবির সিক্যুয়েল তৈরির আশ্বাসও দিয়েছেন অঙ্কুশ।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement