Advertisement
Advertisement

Breaking News

Ankush

‘সিনেমা হল স্টেডিয়াম হয়ে যাবে!’, মহালয়ায় সারপ্রাইজ দেবেন অঙ্কুশ

অঙ্কুশের চমকে শোরগোল টলিপাড়ায়।

Ankush Hazra new instagram post goes viral| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:September 29, 2023 4:24 pm
  • Updated:September 29, 2023 4:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার সকাল সকাল হঠাৎই ইনস্টাগ্রামে লাইভে এসে চমক দিলেন টলিউডের হ্য়ান্ডসাম হাঙ্ক অঙ্কুশ। জানালেন, এবারের মহালয়ায় অনুরাগীদের জন্য রয়েছে দারুণ সারপ্রাইজ। সঙ্গে যোগ করলেন ‘আগামীবছর সিনেমা হল, স্টেডিয়াম হয়ে যাবে!’ পোস্ট করলেন একটি ছোট্ট ভিডিও। এর থেকে বেশি কিছু আর ফাঁস করতে চাইলেন না অঙ্কুশ। তবে সূত্রে বলছে, মহালয়ার দিন হয়তো নতুন ছবি ‘মির্জা’র প্রথম ঝলক আনতে চলেছেন তিনি।

প্রসঙ্গত, গতবছরই অঙ্কুশ হাজরা মোশন পিকচারস খুলে ১৫ আগস্ট ‘মির্জা’র ঘোষণা করেছিলেন। সেই ছবির সহ প্রযোজক ছিলেন রক্তিম চট্টোপাধ্যায়। এবার তাঁর বিরুদ্ধেই বিস্ফোরক মন্তব্য অঙ্কুশের। নাম না করেই সহ প্রযোজকের বিরুদ্ধে হুঁশিয়ারি দাগলেন অঙ্কুশ। অভিনেতা বলছেন, “আমি কিছু কিছু মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমি মনে করি তাদের চোখের জল পড়ার কারণ কিছুটা আমিও। আমি এবং আমার প্রযোজনা সংস্থা যে মানুষটির সঙ্গে যুক্ত হয়েছিল, সহ প্রযোজক হিসেবে তার ব্যাকগ্রাউন্ড তার মানসিকতা, তার উদ্দেশ্য সঠিকভাবে না জেনেই তাকে সেই জায়গা দিয়ে ফেলেছিলাম যার সে বিন্দুমাত্র যোগ্যতা রাখে না।”

Advertisement

[আরও পড়ুন: ‘শাহরুখের সঙ্গে পাঙ্গা নিও না’! ‘সালার’ নিয়ে আগেভাগেই প্রভাসকে সতর্কবাণী বিশেষজ্ঞদের]

এরপরই টলিউড অভিনেতা অঙ্কুশের সংযোজন, “আজ সেই কারণে অনেক নতুন ছেলেমেয়েরা তাকে বিশ্বাস করে নিজের চোখের জল ফেলছে। আমি নিজে ছোট্ট একটি জায়গা থেকে বড় স্বপ্ন নিয়ে এসেছিলাম নায়ক হব বলে। পরিবারের যেখানে কেউই এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত না। সফর বেশ কঠিন ছিল। তাই এই স্বপ্নের দাম আমি বুঝি। আর সেই স্বপ্ন নিয়ে খেলা করার অধিকার কারোর নেই। আমি সিদ্ধান্ত নিয়েছি এরপর আর কারোর স্বপ্ন নিয়ে যদি সে ছেলেখেলা করে আমি কড়া পদক্ষেপ নেব, তার বিরুদ্ধে।”

প্রসঙ্গত, রক্তিম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এর আগেও ইন্ডাস্ট্রির অন্দরের অনেকে অভিযোগ তুলেছেন। নামপ্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির মন্তব্য, তাঁর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগও রয়েছে। যদিও রক্তিম দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন, “আমার চুপ থাকাটা দুর্বলতা নয়।” 

[আরও পড়ুন: ‘অভিনেতারা রাজনীতিতে এলে বেশি নজরে থাকে’, ‘রক্তবীজ’ মুক্তির আগে অকপট মিমি চক্রবর্তী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement