Advertisement
Advertisement
Ankush Oindrila

অঙ্কুশ-ঐন্দ্রিলার বাড়িতে এল নতুন অতিথি, ‘বাবা-মাকে’ শুভেচ্ছা জানালেন বিক্রম

পরিবারের নতুন সদস্যের ছবিও পোস্ট করেছেন অঙ্কুশ।

Ankush Hazra and Oindrila Sen welcomes new member in family | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:February 12, 2021 4:43 pm
  • Updated:February 12, 2021 4:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ম্যাজিক’-এর (Magic) মুক্তি নিয়ে চূড়ান্ত ব্যস্ততা। প্রচারের কাজ, একের পর এক সাক্ষাৎকার। এত কিছুর মধ্যেই অঙ্কুশ ও ঐন্দ্রিলার বাড়িতে এল নতুন অতিথি। তাকে আবার স্বাগত জানিয়ে ছবি পোস্ট করছেন বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee)।
শুক্রবারই বক্স অফিসে মুক্তি পেয়েছে অঙ্কুশ (Ankush Hazra) ও ঐন্দ্রিলা (Oindrila Sen) জুটির প্রথম ছবি ‘ম্যাজিক’। রাজা চন্দর পরিচালনায় ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পায়েল সরকার, পিয়ান সরকার, দেবশংকর হালদার এবং বিদীপ্তা চক্রবর্তীও। ছবির মুক্তির আগের দিনই টলিপাড়ার তারকা যুগলের বাড়িতে এল ‘নতুন অতিথি’। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে প্রথমে সেকথা জানান অঙ্কুশ। আসলে ছোট্ট এই সারমেয় বাড়িতে নিয়ে এসেছেন ঐন্দ্রিলা ও অঙ্কুশ। তাকেই কোলে নিয়ে আদর করছিলেন ঐন্দ্রিলা। সেই ছবি শেয়ার করে অঙ্কুশ লেখেন, “ম্যাজিক-এর মুক্তির আগেই আমাদের জীবনে আরও এক ম্যাজিকাল মুহূর্ত… আমাদের পরিবারে স্বাগত আলু।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ankush (@ankush.official)

Advertisement

[আরও পড়ুন: সুযোগ পেলে কোন জায়গা থেকে একুশের ভোটে লড়বেন? মুখ খুললেন রুদ্রনীল]

আলুর আগমনের খবর পেয়েই তার সঙ্গে দেখা করেন বিক্রম চট্টোপাধ্যায়। তাকে আদরে ভরিয়ে দেন। সেই ছবি পোস্ট করে আবার বিক্রম লিখেছেন, “পরিবারে স্বাগত আলু। আর নতুন বাবা-মাকে অনেক অনেক ভালবাসা! হ্যাপি পেরেন্টহুড অঙ্কুশ-ঐন্দ্রিলা।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vikram Chatterjee (@vikramchatterje)

ছবি দেখেই বোঝা যাচ্ছে অঙ্কুশ ও ঐন্দ্রিলার পরিবারের বেশ আদরের সদস্য হয়ে উঠেছে আলু। তবে পরিবারের বাকি চারপেয়ে সদস্যদের যত্ন তাতে এতটুকু  কমেনি। প্রমাণ মিলল অঙ্কুশের পরের পোস্টে। যেখানে পোষ্যকে ‘ম্যাজিক্যাল ম্যাসাজ’ দিতে দেখা যাচ্ছে টলিপাড়ার তারকাকে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ankush (@ankush.official)

[আরও পড়ুন: ৩০ হাজার টাকার বিকিনি পরে ছবি পোস্ট! নেটদুনিয়ায় উষ্ণতা ছড়ালেন শাহিদপত্নী মীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement