Advertisement
Advertisement

Breaking News

Ankita Lokhande

মাধুরী দীক্ষিতের জনপ্রিয় গানে তুমুল নাচ সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতার! ভাইরাল ভিডিও

এত তাড়াতাড়ি সুশান্তকে ভুলে গেলেন? প্রশ্ন নেটদুনিয়ায়।

Ankita's hot dance move on Madhuri Dixit's 'Dhak Dhak' song | Sangbad Pratidin
Published by: Paromita Kamila
  • Posted:February 7, 2021 6:02 pm
  • Updated:August 6, 2021 6:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : পরনে শিফনের হলুদ শাড়ি, খোলা চুল, অনেকটা পিঠ কাটা ব্লাউজ। লাস্যময়ী অঙ্কিতা ইন্সটাগ্রামের ‘ধক ধক’ গার্ল। হালকা নীল-সবুজ আলো আঁধারি পরিবেশে নিজের মোহময়ী ভঙ্গিতে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন অভিনেত্রী। নিজের পেজে শেয়ার করেছেন মাধুরী দীক্ষিতের সেই বিখ্যাত নাচ ‘ধক ধক করনে লগা’।

নাচের লাস্যময়ী স্টেপে অনুরাগীদের রবিবাসরীয় দুপুর আরও জমিয়ে দিয়েছেন বলিউডের এই অভিনেত্রী। উল্লেখ্য, বরাবরই নিজেকে ডান্স ক্যুইন মাধুরী দীক্ষিতের বড় ফ্যান বলে দাবি করে এসেছেন অভিনেত্রী। তাই তাঁরই বিখ্যাত গানে নিজের ডান্স মুভ তুলে ধরেছেন তিনি।

Advertisement

দেখুন ভিডিও: 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ankita Lokhande (@lokhandeankita)

[আরও পড়ুন: গৃহমন্ত্রকের দায়িত্বে ‘শ্রীমতী’, ঘর সামলানোর পাসওয়ার্ড জানাবেন স্বস্তিকা ]

তবে অনেকে অঙ্কিতার নাচের প্রশংসা করলেও, সমালোচনাও করেছেন কেউ কেউ। সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) প্রাক্তন বান্ধবী হওয়া সত্ত্বেও কেন এমন অশালীন ভঙ্গিমায় নাচ? প্রশ্ন নেটদুনিয়ায়। কমেন্ট সেকশনে কেউ কেউ লিখেছেন, তাঁরা এখনও সুশান্তকে ভোলেননি। অঙ্কিতা (Ankita Lokhande) কি করে ভুলে গেলেন? আবার অনেকে কৃষক আন্দোলনের নতুন ধরন বলেও কটাক্ষ করেছেন।

প্রসঙ্গত, ছোটপর্দায় অভিনেত্রী হিসাবে ২০০৯ সালে বিনোদন দুনিয়ায় আত্মপ্রকাশ ঘটে অঙ্কিতার। ‘পবিত্র রিস্তা’র হাত ধরে শুধু জনপ্রিয়তা পাননি, পেয়েছিলেন নিজের ‘হামসফর’ তথা প্রাক্তন প্রেমিক সুশান্ত সিং রাজপুতকেও। কিন্তু সেই ভালবাসা টেকেনি বেশিদিন। ২০১০ সালে সম্পর্ক থেকে বেরিয়ে আসেন দুজনেই। এরপর তিনি বড়পর্দায় ব্রেক পান ২০১৮ সালে। সঞ্জয় লীলা বনশালির ‘পদ্মাবত’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় অঙ্কিতাকে। এরপর একে একে ‘মণিকর্ণিকা’, ‘বাঘি থ্রি’-তেও অভিনয় করেন তিনি।

সম্প্রতি সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনায় অঙ্কিতার একের পর এক বিস্ফোরক মন্তব্য তাঁকে নিয়ে আসে খবরের শিরোনামে। সুশান্তের সেই সময়ের বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনারও অভিযোগ তোলেন তিনি। পাশাপাশি, প্রাক্তন প্রেমিক সুশান্তের সঙ্গে কাটানো নানা মূহুর্ত আরও একবার সোশ্যাল মিডিয়ায় স্মৃতিচারণও করেন অঙ্কিতা।

[আরও পড়ুন: প্রেমিক প্রভাস, ‘রাধে শ্যাম’ ছবির প্রি-টিজারে অনুরাগী মহলে ঝড় তুললেন দক্ষিণী তারকা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement