Advertisement
Advertisement

Breaking News

Ankita Lokhande-Vicky Jain wedding

সুশান্তের প্রেমকে সঙ্গে নিয়েই ভিকির সঙ্গে পথচলা শুরু, গায়ে হলুদে লাজে রাঙা অঙ্কিতা লোখাণ্ডে

ছাদনাতলাতে অঙ্কিতাকে ফের নাকি প্রোপোজ করবেন ভিকি!

Ankita Lokhande-Vicky Jain wedding: Ankita's Haldi ceremony photos goes viral | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:December 14, 2021 12:48 pm
  • Updated:December 14, 2021 8:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজই ভিকি জৈনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande-Vicky Jain Wedding)। কয়েকদিন থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিকি ও অঙ্কিতার মেহেন্দি, বাগদান অনুষ্ঠানের ছবি। আর তা দেখেই নিন্দুকরা টেনে আনছেন অঙ্কিতার প্রাক্তণ প্রেমিক সুশান্ত সিং রাজপুতের কথা। সোশ্যাল মিডিয়ার একাংশ অঙ্কিতার এই বিয়ে দেখে যেমন আপ্লুত, তেমনি নেটিজেনদের মধ্য়ে কেউ কেউ স্পষ্টই অঙ্কিতাকে ট্রোল করতে শুরু করেছেন। অনেকের অভিযোগ, সুশান্তকে একেবারে ভুলিয়ে দিয়ে অঙ্কিতা নাকি নিজের বিয়েতে মজেছেন।

তবে নেটিজেনদের একথা যে কতটা মিথ্য়ে, তা প্রমাণ করলেন অঙ্কিতা নিজেই। তিনি যে এখনও সুশান্ত সিং রাজপুতকে ভোলেননি বা ভুলতে চান না, তা যেন সবাইকে প্রকাশ্যে জানিয়ে দিলেন ‘পবিত্র রিস্তা’র অভিনেত্রী। কীভাবে?

Advertisement

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিকি জৈন ও অঙ্কিতা লোখান্ডের বাগদান অনুষ্ঠানের একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, অঙ্কিতাকে আংটি পরানোর সময় ব্যাকগ্রাউন্ডে বেজে উঠেছিল সুশান্ত সিং রাজপুত অভিনীত ‘রাবতা’ ছবির গান। অঙ্কিতা যেন এভাবেই বুঝিয়ে দিলেন তাঁর মন প্রাণে এখনও সুশান্ত রয়েছেন!

[আরও পড়ুন: আর্থিক প্রতারণা মামলায় আগাম জামিন, কী প্রতিক্রিয়া সৃজিতপত্নী মিথিলার?]

তবে শুধু এই ভিডিও নয়। ভাইরাল হয়েছে অঙ্কিতা লোখান্ডের গায়ে হলুদের ছবি ও ভিডিও। গায়ে হলুদে অঙ্কিতা সেজে উঠেছিলেন লাল রঙের পোশাকে। বন্ধু-বান্ধবীর সঙ্গে বলিউডি গানেও নেচে উঠেছিলেন ভিকি ও অঙ্কিতা। অন্যদিকে টুইটারে দুম করে ট্রেন্ডিং সুশান্ত সিং রাজপুত। অভিনেতার অনুরাগীরা হঠাৎই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন সুশান্তের মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে। অনুরাগীদের অভিযোগ ১৮ মাস কেটে গেলেও সিবিআই সুশান্ত মৃত্যু রহস্য ফাঁস করতে পারেনি। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manav Manglani (@manav.manglani)

১৪ ডিসেম্বর মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে ছিমছাম অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাত পাকে বাঁধা পড়বেন অঙ্কিতা ও ভিকি। জানা গিয়েছে, বিয়ের সময় অঙ্কিতাকে সারপ্রাইজ দিতে চলেছেন ভিকি। ছাদনাতলাতেই অঙ্কিতাকে ফের নাকি প্রোপোজ করবেন ভিকি। তার সেই কায়দাতেই থাকবে চমক।

অঙ্কিতার সঙ্গে প্রায় সাড়ে তিন বছরের প্রেমের সম্পর্ক ভিকি জৈনের। সম্প্রতি তাঁদের একটি চুম্বনের ছবিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ২০২০ সালের ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছিলেন অঙ্কিতা। কিছুতেই তা মেনে নিতে পারছিলেন না সুশান্তের মৃ্ত্যু। ইনস্টাগ্রামে এক লম্বা পোস্ট করে ভিকির উদ্দেশ্যে অঙ্কিতা লিখেছিলেন, ‘ভিকি, কঠিন সময়ে তুমি আমার পাশে ছিলে। আমাকে সামলে দিয়েছিলে। আমাকে ভাল রেখেছিলে। তুমি দুনিয়ার সেরা বয়ফ্রেন্ড। তোমাকে খুবই ভালবাসি…’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anky’s diya (@ankitamyinspiration)

[আরও পড়ুন: Kareena Kapoor: সুরক্ষাবিধি না মেনেই চুটিয়ে পার্টি! করোনা আক্রান্ত করিনা কাপুর ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement