Advertisement
Advertisement

Breaking News

Ankita Lokhande

একসঙ্গে হাসপাতালে শয্যাশায়ী অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈন! কী হল তারকাদম্পতির?

স্বামী-সহ হাসপাতালে ভর্তি অঙ্কিতা লোখান্ডে।

Ankita Lokhande Hugs Vicky Jain As He Gets Hospitalised
Published by: Sandipta Bhanja
  • Posted:May 3, 2024 11:50 am
  • Updated:May 3, 2024 11:51 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতালের বিছানায় একসঙ্গে অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande) এবং তাঁর স্বামী ভিকি জৈন (Vicky Jain)। তারকাদম্পতিকে একসঙ্গে শয্যাশায়ী দেখে চিন্তার ভাঁজ অনুরাগীদের কপালে! অভিনেত্রী নিজেই হাসপাতাল থেকে একাধিক ছবি শেয়ার করেছেন। কী হল ভিকি-অঙ্কিতার?

দিন কয়েক আগেই হাত ভেঙে গিয়েছে অভিনেত্রীর। তারপর বাড়িতেই ছিলেন। অঙ্কিতাকে দেখভাল করছিলেন স্বামী ভিকি নিজেই। সম্প্রতি অভিনেত্রী স্ত্রীকে খাইয়ে দেওয়ার ভিডিও নেটপাড়ায় ভাইরাল হয়েছিল। তবে এবার দুজনেই হাসপাতালের বিছানায়! সেসব ছবি শেয়ার করে অঙ্কিতা লোখান্ডে লিখেছেন, “সুস্থ-অসুস্থ সবেতেই একসঙ্গে।” জানা গিয়েছে, হাতের মারাত্মক ব্যথায় কিছুতেই বাড়িতে থাকতে পারছেন না অঙ্কিতা। তাই তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয় শেষমেশ। কিন্তু তাঁর স্বামী ভিকি জৈনের কী হয়েছে? সূত্রের খবর, স্ত্রীয়ের জন্যই হাসপাতালের পাসের বেডে রয়েছেন ভিকি। তবে হাসপাতালের বেডে স্বামী-স্ত্রীর ছবি একসঙ্গে দেখে উদ্বিগ্ন ভক্তরা। সকলেই ভিকি-অঙ্কিতার আরোগ্যকামনা করছেন।

Advertisement

[আরও পড়ুন: কুলি-বাস কন্ডাকটার থেকে ৪০০ কোটির সুপারস্টার! রজনীকান্তের বায়োপিকে জীবনসংগ্রামের কাহিনী]

সম্প্রতি শোনা গিয়েছিল যে, করণ জোহরের স্টুডেন্ট অফ দ্য ইয়ার-এর প্রস্তাব নাকি ফিরিয়ে দিয়েছেন অঙ্কিতা। যদিও সেই খবর ভুয়ো বলে উড়িয়ে দিয়েছে অভিনেত্রীর টিম। একতা কাপুরের ‘পবিত্র রিসতা’ সিরিয়ালের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন অঙ্কিতা লোখাণ্ডে (Ankita Lokhande)। এর পর আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি। কখনও রিয়ালিটি শো, তো কখনও সিনেমার মাধ্যমে গ্ল্যামার দুনিয়ায় নিজের জায়গা তৈরি করে নিয়েছেন।

[আরও পড়ুন: মাঝরাতে অর্ধনগ্ন হয়ে হোটেল থেকে বেরলেন ব্রিটনি স্পিয়ার্স! এল অ্যাম্বুল্যান্সও, কী হল পপসম্রাজ্ঞীর?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement