Advertisement
Advertisement
Ankita Lokhande

বিয়ের পরই ফিরে এল পুরনো চোট, ভাঙা পা নিয়েই নেচে উঠলেন অঙ্কিতা! ভাইরাল ভিডিও

বিয়ের আগেও পায়ে গুরুতর চোট পেয়েছিলেন অঙ্কিতা লোখান্ডে।

Ankita Lokhande Dance with fracture leg | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:December 29, 2021 5:34 pm
  • Updated:December 29, 2021 5:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডাক্তারের কথা না শুনলে এমনই হয়! অন্তত, টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande) সেটা ভালই টের পাচ্ছেন। আর তাই তো নতুন সংসারে ঢুকেই অসুস্থ হয়ে পড়লেন অঙ্কিতা!

গপ্পোটা হল, বিয়ের আগেই পায়ে গুরুতর চোট পেয়েছিলেন অঙ্কিতা লোখান্ডে। সেই সময় চিকিৎসক অঙ্কিতাকে বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু বিয়ের সব কিছু ঠিক হয়ে যাওয়ায়, সেই বিশ্রাম আর নিতে পারেননি অভিনেত্রী। বিয়ের নানা অনুষ্ঠানেই আনন্দ করতে দেখা গিয়েছিল তাঁকে। তার ফল এখন ভোগ করছেন অঙ্কিতা।

Advertisement

জানা গিয়েছে, সেই চোট লাগা পায়েই ফের আঘাত পেয়েছেন অঙ্কিতা। তবে অভিনেত্রীকে কিন্তু চোটের ব্যথায় কাবু হননি। বরং ভাঙা পা নিয়েই নেচে উঠলেন তিনি। অঙ্কিতা তাঁর ইনস্টাগ্রামে সেই নাচের ভিডিওই আপলোড করলেন। ভিডিও পোস্ট করে অঙ্কিতা লিখলেন, ‘পা ভাঙলেও আমার মনোবল ভাঙেনি…।’ অঙ্কিতাকে দেখা গেল রাজা হিন্দুস্থানি ছবির গানে নাচ করতে। ওয়াকারে ভর দিয়েই নেচে উঠলেন ‘পবিত্র রিস্তা’র অর্চনা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ashita Dhawan (@ashitadhawan)

[আরও পড়ুন: বক্স অফিসে ধুঁকছে ৮৩ ছবির ব্যবসা, বকেয়া পারিশ্রমিক নিতে নারাজ রণবীর সিং! ]

১৪ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েছেন সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। তিন বছর ধরে প্রেম এবং সহবাসের পর ভিকি জৈনের গলায় মালা দিয়েছেন অভিনেত্রী। মুম্বইয়ের পাঁচতারা হোটেলে নজরকাড়া মণ্ডপেই বিয়ে সম্পন্ন হয়েছে অঙ্কিতা ও ভিকির।

অঙ্কিতার সঙ্গে প্রায় সাড়ে তিন বছরের প্রেমের সম্পর্ক ভিকি জৈনের। সম্প্রতি তাঁদের একটি চুম্বনের ছবিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ২০২০ সালের ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছিলেন অঙ্কিতা। কিছুতেই তা মেনে নিতে পারছিলেন না সুশান্তের মৃ্ত্যু। ইনস্টাগ্রামে এক লম্বা পোস্ট করে ভিকির উদ্দেশ্যে অঙ্কিতা লিখেছিলেন, ‘ভিকি, কঠিন সময়ে তুমি আমার পাশে ছিলে। আমাকে সামলে দিয়েছিলে। আমাকে ভাল রেখেছিলে। তুমি দুনিয়ার সেরা বয়ফ্রেন্ড। তোমাকে খুবই ভালবাসি…’

[আরও পড়ুন: এবার বড়পর্দায় আসছে রাজেশ খান্নার বায়োপিক, জানেন সুপারস্টারে’র ভূমিকায় কোন অভিনেতা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement