Advertisement
Advertisement

Breaking News

Ankita Lokhande

পুরুষতান্ত্রিক নিয়ম ভেঙে বাবার মৃতদেহ কাঁধে অঙ্কিতা লোখান্ডে, কান্নায় ভেঙে পড়লেন নায়িকা

পিতৃবিয়োগ অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের।

Ankita Lokhande breaks down as carries her father’s mortal remains | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:August 13, 2023 4:48 pm
  • Updated:August 13, 2023 4:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমাজের নিয়ম অনুযায়ী পুরুষেরাই স্বজনের মৃতদেহকে কাঁধ দিতে পারে। চিরাচরিত সেই প্রথাকে ভেঙে চুরমার করে দিলেন অঙ্কিতা লোখান্ডে। রবিবার সকালে অভিনেত্রীকে দেখা গেল বাবার শেষকৃত্য পালন করতে। অঙ্কিতাই বাবা শশীকান্ত লোখান্ডের মৃতদেহ কাঁধে বয়ে নিয়ে গেলেন। পাপ্পারাজিদের সুবাদে সেই ক্যামেরাবন্দি মুহূর্তই বর্তমানে ভাইরাল নেটপাড়ায়।

দেখা গেল, বাবার মৃতদেহ কাঁধে পিতৃবিয়োগের শোকে কান্নায় ভেঙে পড়েছেন অভিনেত্রী। রবিবার মুম্বাইয়ের ওশিয়াওয়াড়া শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হল শশীকান্ত লোখান্ডের। এই দুঃসময়ে অভিনেত্রীর পাশে থাকতে উপস্থিত ছিলেন তাঁর ইন্ডাস্ট্রির সহকর্মী, বন্ধুরা। দেখা গেল শ্রদ্ধা আর্য, কুশল টন্ডন, নন্দীশ সাধু, আরতি সিং, অপর্ণা দীক্ষিত এবং ওমকার কাপুরের মতো অনেকেই।

Advertisement

[আরও পড়ুন: হিন্দুত্ববাদীদের হুংকারকে ‘বুড়ো আঙুল’! অক্ষয় বলছেন, ‘প্রতিটা স্কুলে OMG 2 দেখানো উচিত’]

ভাইরাল ভিডিওতে দেখা গেল অঙ্কিতার স্বামী ভিকি জৈনকে। অভিনেত্রীকে সামলাচ্ছেন তিনি। আরেকটা ভিডিওতে অঙ্কিতাকে দেকা গেল তাঁর মাকে সান্ত্বনা দিতে। প্রসঙ্গত, মাসখানেক ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রী বাবা। সম্প্রতি অঙ্কিতার পিতৃদিবসের শুভেচ্ছাবার্তাতেও সেই ইঙ্গিত মিলেছিল। আর শনিবার রাতে চিরতরে বাবাকে হারালেন অঙ্কিতা লোখান্ডে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Varinder Chawla (@varindertchawla)

[আরও পড়ুন: অনলাইনে ফাঁস ‘জওয়ান’-এর ভিডিও ক্লিপ! দায়ের FIR, কড়া পদক্ষেপ মুম্বই পুলিশের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement