Advertisement
Advertisement

Breaking News

Ankita Lokhande

ডিভোর্সের পথে অঙ্কিতা-ভিকি! বিগ বসের ঘরে তুমুল অশান্তি

অশান্তির চোটে ভিকি-অঙ্কিতার মধ্যে বহুদিন কথাও বন্ধ ছিল।

Ankita Lokhande and Vicky Jain get into a rift| Sangbad Pratidin

বিগ বসের ঘরে অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈন। ছবি- ফাইল চিত্র

Published by: Akash Misra
  • Posted:December 21, 2023 2:55 pm
  • Updated:December 21, 2023 3:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষমেশ কি বিচ্ছেদের পথেই হাঁটছেন অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈন! অন্তত, বিগ বসের অন্দরের তুমুল অশান্তি তো সে দিকেই ইঙ্গিত দিচ্ছে। ঝামেলার চোটে অঙ্কিতা তো নিজেই বলেছেন, ভিকির সঙ্গে বিচ্ছেদের কথা!  বিগ বসের অন্দরে সম্প্রতি এমনটাই ঘটেছে।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। বেশ কয়েকদিন ধরেই বিগ বসের অন্দরে ভিকি ও অঙ্কিতার মধ্যে তুমুল অশান্তি। এমনকী, অশান্তির চোটে স্বামী-স্ত্রীর মধ্যে বহুদিন কথাও বন্ধ ছিল। এরই ফাঁকে ভিকির সঙ্গে বন্ধুত্ব তৈরি হয় বিগ বসের আরেক প্রতিযোগী আয়েশার সঙ্গে। সেই আয়েশাকেই বিবাহিত পুরুষের দুঃখ, কষ্ট নিয়ে নানা কথা শোনাচ্ছিলেন ভিকি।

Advertisement

[আরও পড়ুন: ‘যত্ত সড়কছাপ…’! ‘ডাঙ্কি’ মুক্তির আগে ফের শাহরুখকে খোঁচা সমীর ওয়াংখেড়ের?]

ভিকির সেই কথাই কানে আসে অঙ্কিতার। ব্যস, তার পরেই গোলমাল শুরু। সোজা ভিকিকে দাম্পত্য নিয়ে প্রশ্ন করেন অঙ্কিতা! তার পরেই সবার সামনে ভিকিকে বিবাহ বিচ্ছেদের কথা বললেন অঙ্কিতা। অঙ্কিতার মুখে এমন কথা শুনে হতবাক খোদ ভিকিও। তাহলে কি সত্যিই ভিকির সংসার ত্যাগ করছেন অঙ্কিতা? নাকি এটাও টিআরপি বাড়ানোর ফন্দি! এ বিষয়ে অবশ্য মুখে কুলুপ অঙ্কিতা ও ভিকির। 

[আরও পড়ুন: বুর্জ খলিফায় বাদশারাজ, ‘ডাঙ্কি’ ঝড়ে কাঁপছে বলিউডও, ফার্স্ট ডে ফার্স্ট শো দেখছেন কোন তারকারা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement