সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানুষ চলে যায়, থেকে যায় স্মৃতি। সেই স্মৃতিকে সম্বল করেই বন্ধু শ্রীলাকে (Sreela Majumdar) স্মরণ করলেন অঞ্জন দত্ত। এ দেশের অন্যতম সেরা অভিনেত্রী শ্রীলা মজুমদার, এমনটাই জানালেন অভিনেতা-পরিচালক। মৃণাল সেনকেই মেন্টর মনে করতেন দুজন। সেকথাও উঠে এল অঞ্জন দত্তর স্মৃতিকথায়।
তিন বছরেরও বেশি সময় ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন শ্রীলা মজুমদার। সেই লড়াই থামল শনিবার। ফোনে সংবাদ প্রতিদিন ডিজিটাল-এর কাছে অভিনেত্রীর প্রয়াণের খবর নিশ্চিত করেন তাঁর স্বামী। বন্ধুর ছবি শেয়ার করে ফেসবুকে অঞ্জন দত্ত (Anjan Dutt), “এ দেশের অন্যতম সেরা অভিনেত্রী শ্রীলা মজুমদার। এমন দুর্দান্ত অভিনেতাদের খোঁজার একটা দারুণ নেশা ছিল মৃণাল সেনের। তিনিই শ্রীলাকে ইনট্রোডিউস করেছিলেন। ও ভারতীয় সিনেমায় ঝড় তুলেছিল। দেশের কয়েকজন সেরা পরিচালক ও অভিনেতা ওর গুণমুগ্ধ ছিলেন। কালো, তীব্র সুন্দর অভিনেত্রী যার শক্তি ছিল তার চোখ এবং বিরক্তি। আমার সৌভাগ্য যে আমি কিছু সময় ওর সহকর্মী ছিলাম আর পরিচালক ও বন্ধুও ছিলাম।”
এর পরই অভিনেতা-পরিচালক জানান শ্রীলার মতো বন্ধুকে সবসময় মিস করবেন। লেখেন, “আমরা সবসময় আমাদের মেন্টর সেনকে (কিংবদন্তি মৃণাল সেন) নিয়ে হাসাহাসি করতাম। তাঁর এমন বাচ্চা ছিলাম যাদের সবসময় সেনের বাড়িতে অবাধ যাতায়াত ছিল। সিনেমার জগতে আমাদের সঙ্গে কেমন আচরণ করা হয়েছিল, তা নিয়ে কখনও বিলাপ ছিল না। আমরা কখনও কোনও ক্ষোভ রাখিনি। আমি জানতাম ও যন্ত্রণায় আছে। আমার আরেক সহকর্মী মমতা শঙ্করের থেকে জানতে পেরেছিলাম। শ্রীলা কখনও আমায় বলেনি। আমি ওর এই মর্যাদাবোধ ও সুস্থতার সাথে লড়াই করার সাহসকে কুর্নিশ জানাই। এই সাহস সত্যিই বিরল।”
নিজের বক্তব্যের শেষে শ্রীলার শেষ ছবি ‘পালান’-এ একসঙ্গে কাজ করার কথা স্মরণ করেন অঞ্জন দত্ত। জানান, তাঁর ‘চালচিত্র এখন’ সিনেমায় মৃণাল সেনের আবিষ্কার হিসেবে শুধুমাত্র শ্রীলার চরিত্রই রয়েছে। একজন বন্ধু, পরিচালক, অভিনেতা হিসেবে তিনি শ্রীলা মজুমদারকে গর্ব বোধ করেন অঞ্জন দত্ত। এমন একজন মানুষ চলে যাওয়ায় তিনি শোকাহত ও বিধ্বস্ত বলেও জানান। শ্রীলা মজুমদারের পরিবার ও শুভাকাঙ্খীদের সমবেদনা জানান অঞ্জন দত্ত। শ্রীলা তাঁর ছবির মাধ্যমেই বেঁচে থাকবেন বলেই মত শিল্পীর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.