Advertisement
Advertisement

Breaking News

Anjan Aparna

পরমব্রতর ফ্রেমে দাম্পত্যের টানাপোড়েন, স্বামী-স্ত্রীর চরিত্রে অঞ্জন-অপর্ণা

শুক্রবার প্রকাশ্যে এল অঞ্জন-অপর্ণার ফার্স্ট লুক।

Anjan Dutt, Aparna Sen to pair up in Parambrata Chatterjee helmed relationship drama | Sangbad Pratidin

ছবি : ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:January 12, 2024 1:46 pm
  • Updated:January 12, 2024 1:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘এই রাত তোমার আমার’ গান বেঁধেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। এবার সেই গানের লাইন ধরেই সিনেমার নাম রাখলেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। এই ছবিতে পরিচালকের আসনে অভিনেতা। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করবেন। তবে সবথেকে বড় চমক হল কাস্টিংয়ে। বাংলার দুই তাবড় অভিনেতা অঞ্জন দত্ত এবং অপর্ণা সেনকে (Anjan Dutt, Aparna Sen) দেখা যাবে স্বামী-স্ত্রীর চরিত্রে।

প্রেক্ষাপট দাম্পত্যের টানাপোড়েন। এর আগে একাধিক ছবিতে একসঙ্গে কাজ করলেও দুজনকে দম্পতির ভূমিকায় দেখা যায়নি। তবে পরমব্রত পরিচালিত ‘এই রাত তোমার আমার’ ছবিতে স্বামী-স্ত্রীর চরিত্রে প্রথমবার দেখা যাবে অপর্ণা সেন ও অঞ্জন দত্তকে। এই ছবিতে প্রৌঢ় দম্পতির ভূমিকায় রয়েছেন দুই তারকা। ছবির গল্পকার চিরঞ্জিৎ বরদলুই, পরিচালক পরমব্রত চট্টোপাধ‌্যায়ের সঙ্গে চিত্রনাট‌্যও লিখেছেন তিনি। সংগীত করছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। প্রযোজনায় ‘হইচই স্টুডিওস’।

Advertisement

[আরও পড়ুন: রবীন্দ্রনাথের চরিত্রে অনুপম, লালা লাজপত ধর্মেন্দ্র! চার দশক পর পরিচালনায় বিশ্বজিৎ চট্টোপাধ্যায়]

৩০ বছরের দাম্পত্যজীবন যখন এক রাতে সন্ধিক্ষণে এসে দাঁড়ায়, সেই রাতেরই গল্পে ভালোবাসা, আক্ষেপ, স্মৃতির সিম্‌ফনি কীভাবে তৈরি হয়? পরমব্রতর ফ্রেমে সেই গল্পই ধরা দেবে এই ছবিতে। মৃণাল সেনের ‘একদিন অচানক’ এবং ‘মহাপৃথিবী’ ছবিতে অভিনয় করলেও কখনোই যুগল হিসেবে দেখা যায়নি তাঁদের। পরবর্তীতে সৃজিত মুখোপাধ্যায়ের ‘এক যে ছিল রাজা’ ছবিতেও প্রতিদ্বন্দ্বী দুই উকিল এবং প্রাক্তন যুগলের ভূমিকায় ধরা দিয়েছিলেন তাঁরা। কিন্তু স্বামী-স্ত্রীর ভূমিকায় এই প্রথমবার। শুক্রবার হইচই-এর পেজ থেকেই প্রকাশ্যে এল অঞ্জন-অপর্ণার ফার্স্ট লুক।

[আরও পড়ুন: আমন্ত্রিত বাবা অমিতাভ, অভিষেক নন! রামমন্দির উদ্বোধন নিয়ে মুখ খুললেন জুনিয়র বচ্চন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement