সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনিরুদ্ধ রায়চৌধুরী (Aniruddha Roy Chowdhury) বর্তমানে ‘ডিয়ার মা’ ছবির পোস্ট প্রোডাকশনে ব্যস্ত। তার ফাঁকেই সকলকে চমকে দিয়ে এ আর রহমানের সঙ্গে ছবি পোস্ট করে নতুন কাজের ইঙ্গিত দিলেন তিনি। আর সেই একটা ছবিতেই বাঙালি পরিচালকের সঙ্গে রহমানের (A R Rahman) জুটি বাঁধার জল্পনা তুঙ্গে। অনুরাগীদের কৌতূহল, সুরকার, পরিচালক কোন ছবির জন্য জুটি বাঁধতে চলেছেন?
সদ্য মুম্বইতে রহমানের সঙ্গে দেখা হয়েছে পরিচালকের। তবে এখনই অবশ্য সেই সাক্ষাতের নেপথ্যের কারণ বিশদে জানাতে নারাজ অনিরুদ্ধ রায়চৌধুরী। পরিচালক জানিয়েছেন, “একাধিক বিষয়ে কথা হয়েছে। তবে চূড়ান্ত কিছুই হয়নি। তাই এখনই কোনও মন্তব্য করতে চাই না।” রহমানের খুব বড় ভক্ত অনিরুদ্ধ। অতীতেও বহুবার তাঁদের দেখা হয়েছে। অতঃপর ‘মাদ্রাজ মোজার্টে’র সঙ্গে কাজের সুযোগ যে তাঁর ফিল্মি কেরিয়ারে আলাদা মাত্রা যোগ করবে, তা বলাই বাহুল্য। রহমানের করা ‘রোজা’, ‘রকস্টার’-এর মিউজিক বিশেষ করে বেশ পছন্দ পরিচালকের। ‘ডিয়ার মা’ ছবিতেও কি সেই চমক দিতে চলেছেন অনিরুদ্ধ? নাকি নতুন সিনেমার কাজে এই সাক্ষাৎ? সেই উত্তর অধরা থাকলেও রহমানের বাঙালি অনুরাগীরা দারুণ উচ্ছ্বসিত। প্রসঙ্গত, ‘ডিয়ার মা’ মা ও মেয়ের সম্পর্কের গল্প। যার পরতে পরতে মানুষের জীবনের নানা মুহূর্ত এবং অনুভূতি জড়িয়ে থাকবে। ছবিতে মায়ের ভূমিকায় দেখা যাবে জয়া আহসানকে। আর তাঁর বিপরীতে থাকছেন চন্দন রায় সান্যাল। সায়নের চরিত্রটি বেশ সংবেদনশীল। আধুনিক অথচ ফিলোজফিক্যাল। ছবির বড় চমক শাশ্বত চট্টোপাধ্যায়। পরিচালক জানান পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। জয়া ও চন্দনের শিক্ষকের চরিত্রে অভিনয় করছেন ধৃতিমান চট্টোপাধ্যায়। এছাড়াও থাকছেন মালয়ালম সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পদ্মপ্রিয়া জানকীরমন। কলকাতায় বড় হওয়া এক মালয়ালির চরিত্রেই দেখা যাবে তাঁকে। ফলে সংলাপে ইংরাজির প্রাধান্য থাকতেই পারে।
‘পিঙ্ক’, ‘লস্ট’, ‘কড়ক সিং’-এর মতো যেমন হিন্দি সিনেমা উপহার দিয়েছেন, তেমনই বাংলায় ‘অন্তহীন’, ‘অনুরণন’, ‘বুনোহাঁস’-এর মতো সিনেমা তৈরি করেছেন তিনি। অনিরুদ্ধর সিনেমার একটা আলাদা দর্শকমণ্ডলী রয়েছে। বছর দশেক আগে শেষবার দেব-শ্রাবন্তীকে নিয়ে বাংলা ছবি তৈরি করেছিলেন। যে সিনেমা কমার্শিয়াল ঘরানার বাইরে দেবকে অন্যভাবে আবিষ্কার করেছিল। দিন দুয়েক আগে খাদান সাফল্যে উচ্ছ্বসিত হয়ে দেবের কাছে আবদারও জানিয়েছিলেন তিনি লুচি-মাংস, ক্ষীরকদম খাওয়ানোর জন্য। সেই পরিচালকই এবার এ আর রহমানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.