সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “আঁতলামির চাষ করেন?”, অনির্বাণ ভট্টাচার্যের টুইটারে গিয়ে মন্তব্য এক অনুরাগীর। তার মন্তব্যের পালটা অভিনেতা যা লিখলেন, তা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সংশ্লিষ্ট পোস্টে অনির্বাণ গেরুয়া শিবিরকেও বিঁধেছেন।
ব্যাপারটা কী? শুক্রবার অনির্বাণ(Anirban Bhattacharya) আসলে ছোটবেলার একটি ছবি পোস্ট করেছিলেন। তার ক্যাপশনও বেঁধেছিলেন খাসা। শৈশবের স্মৃতিমাখানো সব শব্দ। অনির্বানের শব্দচয়ন নিয়ে অবশ্য আলাদা করে বলার কিছুই নেই! বরাবরই অন্যদের থেকে আলাদা তিনি। ক্যাপশনে লিখেছেন, “তখন পাশের পাশের বাড়ির শিউলির গন্ধ রান্নঘর অবধি আসত, সদ্য ধরানো উনুন ছাপিয়ে। তখন করোনা ভাইরাস ছিল না। তখন আই টি সেল ছিল না। মানুষ, মানুষকে, মানুষ ভাবত, মানুষের মত করে। অথচ, নেহরু তখন বেঁচে নেই।” এই একটি টুইটের মধ্যেই তিনি ইন্দো-চিন ইস্যু থেকে শুরু করে গেরুয়া শিবিরকে তোপ দেগেছেন। আবার অনায়াসে নিজের শৈশবের একটুকরো স্মৃতিও তুলে ধরেছেন। সেই পোস্টকে ঘিরেই জনৈক তরুণের মন্তব্য, “আতলামির চাষ করেন?”
তরুণের এমন মন্তব্যে বিন্দুমাত্র বিচলিত না হয়ে পালটা দিয়েছেন অনির্বাণও। যা আপাতত সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের আলোচ্য বিষয় হয়ে উঠেছে রীতিমতো! সংশ্লিষ্ট তরুণের মন্তব্যের পালটা দিয়ে তিনি লেখেন, “এবার বর্ষা ভাল, তাই ফলনও। ক্ষেতের পাশে ঘাসও অনেক, তাই গরুর আনাগোনাও অন্য সময়ের চেয়ে বেশি।” অভিনেতা যে বেশ বিচক্ষণ শব্দ প্রয়োগ করে পালটা দিয়েছেন, তা বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন নেই। আর সেই মন্তব্যই এখন নেটদুনিয়ায় ভাইরাল।
প্রসঙ্গত, একাধিক আমফান বিধ্বস্ত এলাকায় ত্রাণ বিলি করেছেন অনির্বাণ ভট্টাচার্য। এমন দুর্দিনেও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন, একেবারে আপনজনের মতো। তবে একেবারে নিঃশব্দে। প্রচারের আড়াল থেকেই।
তখন পাশের পাশের বাড়ির শিউলির গন্ধ রান্নঘর অবধি আসত, সদ্য ধরানো উনুন ছাপিয়ে।
তখন কোরোনা ভাইরাস ছিল না।তখন আই টি সেল ছিল না।
মানুষ,মানুষকে,মানুষ ভাবত, মানুষের মত করে।
অথচ,নেহরু তখন বেঁচে নেই। pic.twitter.com/GlT99Hmpdc— Anirban Dracula Bhattacharya (@AnirbanSpeaketh) June 19, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.