সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই মুহূর্তে পুরোদমে চলছে দেবের আগামী ছবি ‘গোলন্দাজ’-এর কাজ। সেই ‘গোলন্দাজ’ বাহিনিতেই এবার যোগ দিলেন অনির্বাণ ভট্টাচার্য, ইশা সাহা, ইন্দ্রাশীস রায় এবং গায়ক শ্রীকান্ত আচার্য। গায়ক অবশ্য অনেক আগেই অভিনেতা হয়েছেন। কিন্তু দেবের ছবিতে শ্রীকান্ত! উপরন্তু, সেই একই ছবিতে অনির্বাণ ভট্টাচার্য। কৌতুহলের পারদ তো চড়বেই! প্রথমত, দেব-অনির্বাণ। দ্বিতীয়ত, দেব-শ্রীকান্ত। সম্প্রতি প্রযোজনা সংস্থা এসভিএফের সোশ্যাল মিডিয়ার পাতায় ‘গোলন্দাজ’-এর কাস্ট প্রকাশ্যে এসেছে। কিন্তু কাকে কোন চরিত্রে দেখা যাবে? সেই তথ্যই প্রকাশ্যে এল।
নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারি অর্থাৎ যিনি কি না ‘ভারতীয় ফুটবলের জনক’ বলে পরিচিত, তার জীবনকাহিনি ফ্রেমে তুলে আনতে ধ্রবজ্যোতি বন্দ্যোপাধ্যায় কিন্তু চরিত্রের সঙ্গে মানিয়ে বেশ ভালই কাস্টিং করেছেন। তাহলে একে একে বলা যাক! শ্রীকান্ত আচার্য অভিনয় করবেন দেবের বাবার ভূমিকায়। নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারির স্ত্রী কমলিনীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রী ইশা সাহাকে। ব্যক্তিগতজীবনে কমলিনীই ছিলেন নগেন্দ্র প্রসাদের অন্যতম অনুপ্রেরক। অর্থাৎ টলিউডে আবারও একটা ফ্রেশ জুটি, দেব-ইশা। এর আগে ‘দুর্গেশগড়ের গুপ্তধন’ ছবিতে ধ্রুবর পরিচালনায় কাজ করেছেন ইশা।
কিন্তু সৃজিতের ‘দ্বিতীয় পুরুষ’ অনির্বাণ ভট্টাচার্য? তাঁকে কোন চরিত্রে দেখা যাবে? কানাঘুষো শোনা গেল, স্বাধীনতা সংগ্রামী ভার্গবের চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ। তাঁর হাত ধরেই দেশের ফুটবলের ইতিহাস এবং তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটের মেলবন্ধন দেখানো হবে পর্দায়। যার কারিগর ‘গোলন্দাজ’ পরিচালক ধ্রবজ্যোতি। কাহিনিকার বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক দুলাল দে। প্রসঙ্গত, অনির্বাণ নিজেও ফুটবলের বড় ভক্ত।
ইন্দ্রাশীসকে দেখা যাবে আরও এক দেশপ্রেমিকের ভূমিকায়। যার চরিত্রের নাম জিতেন্দ্র। অন্যদিকে দেবের শৈশবের বন্ধু বিনোদের ভূমিকায় দেখা যাবে জন ভট্টাচার্যকে। নেতিবাচক চরিত্র নবকুমারের চরিত্রে যাকে দেখা যাবে তাঁর নামও অনির্বাণ ভট্টাচার্য, যিনি এর আগে দেবালয় ভট্টাচার্যের ‘বিদায় ব্যোমকেশ’-এ অভিনয় করেছেন। আগামীকাল ২৬ জানুয়ারি বড় চমক দিতে চলেছে ‘গোলন্দাজ’ টিম।
Tomorrow is the day! #Golondaaj https://t.co/k6OZZt4XRD
— SVF (@SVFsocial) January 25, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.