Advertisement
Advertisement

Breaking News

Byomkesh O Pinjrapol

‘সত্যান্বেষী’ হয়ে ওয়েবদুনিয়ায় ফিরছেন অনির্বাণ, দেখুন ‘ব্যোমকেশ ও পিঁজরাপোল’-এর ট্রেলার

সিরিজে এবার জোড়া দায়িত্বে অনির্বাণ। পালটে গিয়েছে অজিত।

Anirban Bhattacharya starrer Byomkesh O Pinjrapol trailer is out | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:March 27, 2023 9:40 am
  • Updated:March 27, 2023 9:40 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যোমকেশ হয়ে ওয়েব দুনিয়ায় ফিরছেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। এবার শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘চিড়িয়াখানা’ অবলম্বনে তৈরি ‘ব্যোমকেশ ও পিঁজরাপোল’ (Byomkesh O Pinjrapol)। নতুন এই সিরিজে জোড়া দায়িত্ব পালন করছেন অনির্বাণ। অভিনয়ের পাশাপাশি ক্রিয়েটিভ ডিরেক্টরও তিনি।

Byomkesh-O-Pinjrapol-1

Advertisement

ছয়ের দশকে শরদিন্দুর এই গল্প নিয়েই ‘চিড়িয়াখানা’ তৈরি করেছিলেন কিংবদন্তি সত্যজিৎ রায় (Satyajit Ray)। তাঁর পরিচালনায় ব্যোমকেশ হয়েছিলেন মহানায়ক উত্তমকুমার। অজিত হিসেবে দেখা গিয়েছিল শৈলেন মুখোপাধ্যায়কে। ‘ব্যোমকেশ ও পিঁজরাপোল’-এর ক্ষেত্রে সেই উদাহরণ অবশ্যই দর্শকদের মাথায় থাকবে। তবে ট্রেলার দেখা যা মনে হচ্ছে, পরিচালক সুদীপ্ত রায় নিজের মতো করেই গল্প সাজিয়েছেন।

[আরও পড়ুন: প্রেমের পরামর্শ দিতে গিয়ে বিপত্তি, অঙ্কুশের চুলের মুঠি ধরে এ কী হাল করলেন ঐন্দ্রিলা!]

ট্রেলারে বেশ জমাটি রহস্যের ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। অনির্বাণের পাশে এবারও সত্যবতীর ভূমিকায় অভিনয় করেছেন ঋদ্ধিমা ঘোষ। তবে পালটে গিয়েছে অজিত। এর আগে অজিত হিসেবে সুব্রত দত্তকে দেখা গিয়েছে। এবার ব্যোমকেশের ছায়াসঙ্গীর ভূমিকায় দেখা যাচ্ছে ভাস্বর চট্টোপাধ্যায়কে।

Byomkesh-O-Pinjrapol-2

‘সত্যান্বেষী’, ‘পথের কাঁটা’, ‘মাকড়সার রস’, ‘অর্থমনর্থম্‌’ থেকে ‘রক্তমুখী নীলা’, ‘রক্তের দাগ’, ‘মগ্নমৈনাক’, ‘চোরাবালি’ – সাতটি সফল সিজনের শক্ত মাটির উপর দাঁড়িয়ে অনির্বাণ অভিনীত ব্যোমকেশ সিরিজ (Byomkesh Series)। ফলে ব্যোমকেশ অনির্বাণকে নিয়ে দর্শকদের প্রত্যাশা বরাবরই একটু বেশি। সেই প্রত্যাশা অভিনেতা তথা ক্রিয়েটিভ ডিরেক্টর কতটা পূরণ করতে পারবেন, তা জানা যাবে আগামী ৭ এপ্রিল। সেদিন থেকেই ‘হইচই’ (Hoichoi) প্ল্যাটফর্মে দেখা যাবে ‘ব্যোমকেশ ও পিঁজরাপোল’।

[আরও পড়ুন: দিনে গৃহবধূ, রাতে সিক্রেট এজেন্ট! ‘মিসেস আন্ডারকভার’ হয়ে নজর কাড়লেন রাধিকা আপ্তে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement