সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছেড়ে দিতে হয় কখন, তা সবাই জানেন না। অনির্বাণ ভট্টচার্য যে কতখানি নিঃখুঁত অভিনেতা, তার প্রমাণ পাওয়া গেল আরও একবার। ‘ব্যোমকেশ’ হিসেবে যখন তিনি জনপ্রিয়তার শীর্ষে ঠিক তখনই জানিয়ে ছিলেন। ‘ব্যোমকেশ’ চরিত্রে আর অভিনয় করবেন না! সোমবার প্রকাশ্যে এল সৃজিত মুখোপাধ্যায়ের ব্যোমকেশ ও দুর্গরহস্যের অফিসিয়াল পোস্টার। এই পোস্টার প্রকাশ অনুষ্ঠানেই অনির্বাণ স্পষ্ট জানালেন, ”সব অভিনেতরাই তো একটা লিমিটেশন থাকে। এক্সফ্লোর করার। আমার পুরো সমগ্র পড়া রয়েছে। আমি ভেবে দেখলাম যে, ব্যোমকেশ মানুষটাকে ভিতর থেকে বের করে আনা আমার পক্ষে আর সম্ভব নয়। সেক্ষেত্রে হয়তো আমাদের নতুন কোনও অভিনেতা লাগবে। যে ব্যোমকেশের আনএক্সফ্লোরড জায়গাগুলোকে তুলে ধরতে পারবে। আমার সীমাবদ্ধতা সমেত আমার যা যা করার ছিল ব্যোমকেশ হয়ে, তা মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি।”
বিষের চেয়েও বিষাক্ত লোভ। আর এই লোভ যদি অভিশপ্ত গুপ্তধনের হয় তাহলে রক্তের টানও ফিকে হয়ে যায়। শুরু হয়ে যায় অপরাধের খেলা। এই অপরাধের নিকেশ করতেই সত্যান্বেষী হয়ে ফিরছেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। এবার সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ব্যোমকেশ হয়েছেন তিনি। ‘দুর্গ রহস্য’র ট্রেলারেই চমক দিয়েছিলেন সৃজিত। (Durgo Rawhoshyo Trailer)।
১৯৬৭ সালে মুক্তি পেয়েছিল সত্যজিৎ রায়ের ‘চিড়িয়াখানা’। যাতে ব্যোমকেশ হয়েছিলেন খোদ উত্তমকুমার। সেই সময়ের কাহিনিই ওয়েব সিরিজে দেখানো হয়েছে। ১৯ অক্টোবর থেকে হইচইয়ে দেখা যাবে এই সিরিজ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.