বিশেষ সংবাদদাতা: পরমব্রত চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য- টলিউডের দুই বাঘা অভিনেতা। সৃজিত মুখোপাধ্যায়ের ‘দ্বিতীয় পুরুষ’ ছবিতে একফ্রেমে নজর কেড়েছিল তাঁদের রসায়ন। বিশেষ করে বহুল চর্চিত হয়েছিল দুই অভিনেতার চুমু! তবে এবার নতুন চমক নিয়ে ফিরছেন দুই তারকা। পরমব্রত পরিচালিত সিরিজে অভিনয় করবেন অনির্বাণ ভট্টাচার্য।
‘নিকষ ছায়া’র পর আবারও ভূতুড়ে সিরিজ পরিচালনা করতে চলেছেন পরমব্রত। সম্প্রতি সংবাদ প্রতিদিন-এর এক সাক্ষাৎকারে নিজেই সেকথা জানিয়েছিলেন অভিনেতা তথা পরিচালক। এবারে তাঁর ভৌতিক সিরিজের প্রেক্ষাপট ‘ভোগ’। অভীক সরকারের লেখা এই গল্পকেই জনপ্রিয় এক ওটিটি প্ল্যাটফর্মে সিরিজের আকারে নিয়ে আসতে চলেছেন পরমব্রত। শোনা যাচ্ছে, এই হরর সিরিজের কেন্দ্র চরিত্রেই অভিনয় করতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য। এই প্রসঙ্গে সংবাদ প্রতিদিন-এর তরফে অভিনেতাকে জিজ্ঞেস করা হলে তিনি পুরোপুরি খোলসা করতে না চাইলেও ইঙ্গিত দিয়েছেন। অনির্বাণের মন্তব্য, “আমিও শুনেছি, কী হয় দেখা যাক।” সেক্ষেত্রে পরমব্রতর পরিচালনায় প্রথমবার অভিনয় করবেন অনির্বাণ ভট্টাচার্য। ডিসেম্বরে শুটিং শুরু হওয়ার কথা। পরমব্রত পরিচালিত নতুন এই সিরিজের নাম সম্ভবত ‘বোধ’ হতে চলেছে।
এবার প্রশ্ন, পরমব্রত যদি সিরিজে ‘ভুতুড়ে’ ব্রহ্মাণ্ড তৈরি করেন, তাহলে কি ‘ভোগ’-এর গল্পে ভাদুরী মশাইকে দেখা যাবে? এক্ষেত্রে চিরঞ্জিৎ চক্রবর্তী এবং অনির্বাণ ভট্টাচার্যকে একফ্রেমে পেলে যে দর্শকদের মহাপাওনা হবে, তা বলাই বাহুল্য! সেক্ষেত্রে অবশ্য চিত্রনাট্যের প্রয়োজনে গল্প সাজাতে হবে। এদিকে পরমব্রত চট্টোপাধ্যায়ের সাম্প্রতিক কাজ ‘নিকষ ছায়া’ সিরিজটি দারুণ ভালবাসা পেয়েছে দর্শকের। এবার ‘ভোগ’-এর পালা। সেখানে অনির্বাণ ভট্টাচার্যকে কেমনভাবে তুলে ধরবেন পরমব্রত? নজর থাকবে সেদিকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.