Advertisement
Advertisement
Anirban Bhattacharya on RG Kar Issue

আর জি কর নিয়ে ‘নীরবতা’ ভাঙলেন অনির্বাণ, কী বললেন?

অনির্বাণ ভট্টাচার্যর ‘মৌনব্রত’ নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন।

Anirban Bhattacharya finally breaks his silence on RG Kar Issue
Published by: Suparna Majumder
  • Posted:November 2, 2024 2:01 pm
  • Updated:November 2, 2024 3:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ড (RG Kar Issue) নিয়ে উত্তাল হয়েছে রাজ্য-রাজনীতি। তারকারা শুধু সোশাল মিডিয়ায় প্রতিবাদ করেননি, রাস্তায় নেমে প্রতিবাদীদের সঙ্গেও পা মিলিয়েছেন। এত কিছুর মধ্যেও অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) নীরবতা বজায় রেখেছিলেন। তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। বিস্তর কটাক্ষ, ব্যঙ্গ, বিদ্রুপও হয়েছে। অবশেষে নীরবতা ভাঙলেন তারকা। সংবাদমাধ্যমকে জানালেন নিজের মতামত।

Advertisement

টিভি নাইন বাংলার প্রতিনিধিকে সাক্ষাৎকার দিতে গিয়ে অনির্বাণ জানান গণমাধ্যম, সমাজমাধ্যম, সোশাল মিডিয়ার যে লুপ তাতে আর তিনি থাকবেন না বলেই সিদ্ধান্ত নিয়েছেন। অভিনেতার কথায়, “আমি যেটা করি আমি সেটাই করব। আমি যদি রাজনীতি করি তাহলে আমি রাজনীতিই করব। আমি যদি সিদ্ধান্ত নিই যে আমি সিনেমা-সিরিজ করব আমি সেটাই করব, তা যতই উদ্ভট লাগুক।”

অভিনেতা মনে করেন বাইট দিয়ে, বক্তব্য রেখে কিছু হবে না। আর জি করের ঘটনা, তৎপরবর্তী আন্দোলন স্বতন্ত্র এবং সামাজিকভাবে অত্যন্ত সিরিয়াস বিষয়। তেমনই তাঁর কাজও তাঁর কাছে স্বতন্ত্র এবং অত্যন্ত সিরিয়াস ব্যাপার। এই দুয়ের তুলনা তিনি করবেন না। ফলে কাজ নিয়ে কথা বলতে গিয়ে ‘ফাউ ফুচকার মতো’ আন্দোলন নিয়ে কথা বলবেন না, আবার আন্দোলন নিয়ে কথা বলতে গিয়ে ‘ফাউ ফুচকার মতো’ ওয়েব সিরিজ কবে আসছে তা জানাবেন না। “এই লুপটাতে আমি থাকতে চাই না এবং ভবিষ্যতে চোখের সামনে পৃথিবী ধসে গেলেও যদি মনে হয় যে আমি আমার কাজেই স্টিক করে থাকব আমি তাই থাকব”, বক্তব্য টলিউডের ‘খোকা’র।

আগামী ১৫ নভেম্বর থেকে হইচই প্ল্যাটফর্মে দেখা যাবে ‘তালমার রোমিও জুলিয়েট’। অর্পণ গড়াই পরিচালিত এই সিরিজের সৃজনশীল পরিচালক অনির্বাণ ভট্টাচার্য। সিরিজে তিনি অভিনয়ও করছেন। মুখ্য ভূমিকায় দেবদত্ত রাহা ও হিয়া রায়।

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement