সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাদবপুর নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি! পড়ুয়ামৃত্যু এখন রাজনৈতিক ইস্যু। দেশের প্রথম সারির অন্যতম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের আচার-আচরণ এখন ‘টক অফ দ্য টাউন’। কড়া সমালোচনার মুখে শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মবিধিও। এসবের মাঝেই ভাইরাল ক্যাম্পাস সম্পর্কিত এক ছাত্রীর বেফাঁস মন্তব্য। যার সঙ্গে উরফি জাভেদের সঙ্গে তুলনা
টেনে বিদ্রুপ করলেন অনিন্দ্য চট্টোপাধ্যায়।
সেই পড়ুয়াকে নিয়ে ইতিমধ্যেই তোলপাড় নেটপাড়া। যেখানে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ফলাও করে সদর্পে বলতে শোনা গিয়েছে, “ক্যাম্পাসে মদ্যপান করা আমার অধিকার।” যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সোশিওলজি বিভাগের ছাত্রীর মুখে এমন কথা শুনে তাজ্জব সকলেই। এখানেই শেষ নয়!
ওই পড়ুয়ার মন্তব্য, “আমরা অনেককেই বলতে শুনেছি, ক্যাম্পাসে এতো বিয়ারের বোতল কেন? যাঁরা এসব বলছেন, আমি নিশ্চিত তাঁরা নিজেরাও মদ্যপান করেন। তাঁরা নিজেদের ঘরে করেন। আমরা বিশ্ববিদ্যালয়কে আমাদের দ্বিতীয় বাড়ি বলে মনে করি। তাই আমাদের অধিকার রয়েছে যে আমরা চাইলে ক্যাম্পাসে মদ্যপান বা ধূমপান করতে পারি।” নেটপাড়ায় যখন যাদবপুর পড়ুয়ার এই মন্তব্য নিয়ে তুলকালাম কাণ্ড, ঠিক সেইসময়েই অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় ব্যাঙ্গাত্মকভাবে বিঁধলেন বিশ্ববিদ্যালয়ের এই তথাকথিত ‘আধুনিক’ সংস্কৃতিকে।
টেলিপর্দার জনপ্রিয় অভিনেতা ফেসবুকে লেখেন, “জ্বর আর অ্যান্টিবায়োটিকের ঘোরে প্রথমে ভাবলাম উরফি জাভেদ, তারপরে বুঝলাম আমার চোখের ভুল, আসলে ওটা যাদবপুর ! মাথা কাজ করছে না । আমার ভুল!” ‘গাঁটছড়া’ অভিনেতার এমন ব্যঙ্গাত্মক মন্তব্য়ে সায় দিয়েছে নেটপাড়ার একাংশ। কেউ বা প্রশ্ন ছুঁড়েছেন- আপনি যাদবপুরের প্রাক্তনী না? এপ্রসঙ্গে অভিনেতার উত্তর- “আমি কোনওকালেই পড়াশুনোয় ভাল নই, যাদবপুর অনেকদূর।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.