Advertisement
Advertisement

Breaking News

Anindya Chatterjee

‘গাঁটছড়া’র শুটিং ফ্লোরে ‘হস্তমৈথুন’! অনিন্দ্যর ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

টিআরপি বাড়ানোর জন্য এসব কাণ্ড!

Anindya Chatterjee Instagram Video goes viral | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 15, 2023 9:13 am
  • Updated:April 15, 2023 9:13 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিরিয়াল, সিনেমার শুটিং ফ্লোরে কত কাণ্ডই না ঘটে যায়। তা বলে গাঁটছড়া ধারাবাহিকের শুটিং ফ্লোরে যা ঘটল তা দেখে হতবাক সবাই! আর তা ঘটালেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। ‘গাঁটছড়া’র ফ্লোর থেকে অনিন্দ্য ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেন। যেখানে দেখা যাচ্ছে, হস্তমৈথুনের কায়দায় অনিন্দ্যর হাতের চলন। অনিন্দ্যর কাণ্ড দেখে তো চক্ষু চড়ক গাছ সবার। শুটিং ফ্লোরে এমনটা কেউ করে নাকি। তবে ভুল ভাঙল ভিডিও এগোতেই। দেখা গেল অনিন্দ্য ফোন পরিষ্কার করছিলেন। কিন্তু এই ভিডিও তোলপাড় ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনের একাংশ তো বলেই ফেললেন গাঁটছড়ায় এসব দেখানোই বাকি। এমনকী, অনেকে লিখলেন, টিআরপি বাড়ানোর জন্য এসব কাণ্ড মোটেই উচিত নয়।

Advertisement

[আরও পড়ুন: ‘বিহু বিহারের উৎসব’, হেমার টুইটে ক্ষুব্ধ অসম, ভুল বুঝে চাইলেন ক্ষমা]

তবে অনিন্দ্য় স্পষ্ট জানিয়েছেন, এ সবই একেবারেই রসিকতা। শুটিং ফ্লোরে কাজের ফাঁকে এসব না করলে কাজে মন বসবে কী করে! অনিন্দ্য শেয়ার করেছেন শুটিং ফ্লোরে আরও নানা কীর্তির ভিডিও।

[আরও পড়ুন: ‘প্লিজ বাবা আবার জন্ম নিও না…’, কাতর অনুরোধ সতীশ কৌশিকের ১০ বছরের মেয়ের ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement