Advertisement
Advertisement

Breaking News

ফেসবুকে স্বেচ্ছামৃত্যুর পোস্ট গায়ক অনিন্দ্যর, ‘বন্ধু’কে সামলাতে কী করলেন ‘ক্যাকটাসে’র সিধু?

হঠাৎ এমন কেনও পোস্ট করলেন অনিন্দ্য?

Anindya Bose mysterious facebook post goes Viral| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:March 11, 2023 9:33 am
  • Updated:March 11, 2023 9:51 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার রাতে হঠাৎই ফেসবুকের পাতায় স্বেচ্ছামৃত্যু নিয়ে পোস্ট করলেন ‘শহর’ ব্যান্ডের ‘যখন নীরবে দূরে’ খ্যাত গায়ক অনিন্দ্য বসু। গায়কের এই পোস্ট দেখে রীতিমতো হইচই অনুরাগীদের মধ্যে। তবে এই পোস্ট দেখে বন্ধু অনিন্দ্যর কাছে ছুটলেন ‘ক্য়াকটাসে’র সিদ্ধার্থ রায় ওরফে সিধু। ফেসবুকেই সিধু লিখলেন, কেউ কোনও চিন্তা কোরো না। আমি ওর বাড়ি পৌঁছে গিয়েছি। প্রয়োজনীও যত্ন নিচ্ছি। যদিও শনিবার সকালে ফেসবুক থেকে ডিলিট হয় অনিন্দ্যর সেই পোস্ট।

এই বিষয়ে জানতে সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফ থেকে সিধুকে যোগাযোগ করা হলে তিনি জানান, অনিন্দ্যকে তিনি নিজের বাড়িতে নিয়ে এসেছিলেন। সিধুর বাড়িতেই রাতে ঘুমিয়েছেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: ফের হিন্দি ছবিতে টোটা রায়চৌধুরী, ভোল বদলে ধরা দিলেন নয়া লুকে]

ঠিক কী লিখেছিলেন অনিন্দ্য?

‘‘নিজেকে খুব খারাপ লাগছে…তাই বিদায় নিচ্ছি…যাঁরা আমাকে ভালবেসেছেন,আদর দিয়েছেন, সেই ছোট্টবেলা থেকে পছন্দ করেছেন…তাঁদের প্রত্যেককে প্রণাম…আমি খুব খারাপ মানুষ…তাই চলে যাওয়াই ভাল…আমি আপনাদের যোগ্য নই, আমার এই স্বেচ্ছামৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’’ সঙ্গে অনিন্দ্য যোগ করেছিলেন ‘ঘুম পাচ্ছে’। তবে হঠাৎ অনিন্দ্য কেন এমনটি লিখেছেন তা জানা যায়নি।

[আরও পড়ুন: ফাঁস শাহরুখের ‘জওয়ান’ সিনেমার অ্যাকশন দৃশ্য! সোশ্যাল মিডিয়ার চর্চায় ভাইরাল ভিডিও ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement