Advertisement
Advertisement

Breaking News

Anindita Roy Choudhury

অনিন্দিতা-সুদীপের সংসারে আসছে নতুন সদস্য, নতুন বছরেই সুখবর ভাগ তারকা দম্পতির

২০২২ সালের ২৬ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েন এই তারকা জুটি।

Anindita Roy Choudhury announce Pregnancy
Published by: Akash Misra
  • Posted:January 1, 2025 1:01 pm
  • Updated:January 1, 2025 1:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের দুবছর ঘুরতে না ঘুরতেই সুখবর টলিউডের তারকা দম্পতি অনিন্দিতা রায়চৌধুরী ও সুদীপ সরকারের সংসারে। নতুন বছরের শুরুর দিনই সুদীপ ও অনিন্দিতা জানিয়ে দিলেন তাঁরা মা-বাবা হতে চলেছেন। সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট তাঁরা জানালেন, তাঁদের সুখের দাম্পত্যকে, আরও সুখী করে তুলতে মার্চ মাসেই আসছে তাঁদের সন্তান।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anindita Raychaudhury (@raychaudhuryanindita)

Advertisement

২০২২ সালের ২৬ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েন এই তারকা জুটি। আর এবার দুই থেকে তিন হওয়ার পালা। ‘চ্যাম্পিয়ন’, ‘তুমি আসবে বলে’, ‘কুসুমদোলা’, ‘কে আপন কে পর’-এর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন সুদীপ ৷ অন্যদিকে ‘গুড্ডি’, ‘ধুলোকণা’, ‘পটলকুমার গানওয়ালা’, ‘ভুতু’, ‘করুণাময়ী রাণী রাসমণি’-র মতো সুপারহিট সিরিয়ালে অভিনয় করেছেন অনিন্দিতা ৷ এই মুহূর্তে অনিন্দিতাকে দেখা যাচ্ছে নীম ফুলের মধু ধারাবাহিকে। তবে শুধুই ধারাবাহিক নয়, অনিন্দিতা অভিনয় করেছেব ‘ক্রিসক্রস’ ও ‘বিসমিল্লাহ’ সিনেমাতেও।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sudip Sarkar (@sudip.chitta.sarkar)

তবে শুধুই টিভির পর্দায় নয়, বাস্তবের জুটি হিসেবেও, দারুণ জনপ্রিয় অনিন্দিতা ও সুদীপ।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement