Advertisement
Advertisement

Breaking News

Animal trailer

Animal trailer: বদলার আগুন! ‘অ্যানিম্যাল’-এর রক্তাক্ত ট্রেলারে রোমহর্ষক রণবীর, শিহরিত নেটপাড়া

ট্রেলার দেখলে শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বইতে বাধ্য!

Animal trailer: Ranbir Kapoor's obsessive love for Anil Kapoor | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:November 23, 2023 2:45 pm
  • Updated:November 23, 2023 2:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অদম্য পিতৃস্নেহ, প্রিয়জনের মৃত্যুর প্রতিশোধে হিংস্র জন্তু হয়ে ওঠার জার্নি দেখা গেল ‘অ্যানিম্যাল’-এর ট্রেলারে (Animal trailer)। দুরন্ত ঝলকে রোমহর্ষক রণবীর কাপুর। বৃহস্পতিবার সিনেমার ট্রেলার প্রকাশ্যে আসতেই নেটপাড়া সরগরম। হিংসা-প্রতিশোধ, রক্তাক্ত অতীত-ভবিষ্যতের সঙ্গে প্রেম-ভালোবাসার বন্য গল্পকে এমন রোমাঞ্চকরভাবে তুলে ধরেছে ‘অ্যানিম্যাল’, যা দেখে উত্তেজনায় ফুটছেন দর্শকরা। 

এর আগে রণবীর কাপুরকে (Ranbir Kapoor) এমন অবতারে দেখা যায়নি। সন্দীপ রেড্ডি ভাঙ্গার হাত ধরে যে হিংস্র, গায়ে কাঁটা দেওয়া লুকে ধরা দিলেন কাপুরনন্দন, তাতে হলফ করে বলা যায় যে এই ছবি তাঁর ফিল্মি কেরিয়ারের অন্যতম সেরা মাইলফলক হতে চলেছে। বিকৃত শৈশব। বদমেজাজি বাবা। পারিবারিক শত্রুতা, সবমিলিয়ে এক দুর্ধর্ষ ট্রেলার প্রকাশ্যে এল ‘অ্যানিম্যাল’-এর। প্রায় সাড়ে ৩ মিনিটের ট্রেলারে বোঝা দায় যে, কে হিরো আর কে ভিলেন?

Advertisement

প্রসঙ্গত, সেন্সর বোর্ডের তরফে A সার্টিফিকেট পেয়েছে ‘অ্যানিম্যাল’। CBFC-র তরফে জানানো হয়েছে, এই ছবি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। ৩ ঘণ্টা ২১ মিনিটের সিনেমা। সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে রণবীর কাপুরের প্রথম কাজ ‘অ্যানিম্যাল’। ট্রেলারেই এমন খেল দেখে সিনে বাণিজ্য বিশ্লেষকদের দাবি, এই ছবি পয়লা ডিসেম্বর বক্স অফিসে সুনামি আনতে চলেছে। উল্লেখ্য, ওই একই দিনে মুক্তি পাচ্ছে ভিকি কৌশল অভিনীত ‘স্যাম বাহাদুর’।

[আরও পড়ুন: খুনের হুমকির মাঝে Y+ ক্যাটাগরির নিরাপত্তা ভেঙে সলমনকে ছোঁয়ার চেষ্টা! কী মাশুল গুনলেন ব্যক্তি?]

প্রসঙ্গত, প্রথমবার এই ছবিতে রশ্মিকা মন্দানার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা। সিনেমার স্টার কাস্টও দারুণ। রণবীরের বাবার ভূমিকায় রয়েছেন অনিল কাপুর। অন্যদিকে পয়লা ঝলকে ববি দেওলও তুখড়। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত দুটি গান ‘সাতরঙ্গা’ এবং ‘হুয়া ম্যায়’ও বেশ জনপ্রিয় হয়েছে। স্বাভাবিকভাবেই ‘অ্যানিম্যাল’কে ঘিরে একটা উত্তেজনা রয়েছে দর্শকদের মধ্যে। পয়লা ডিসম্বর মুক্তির আগে পুরোদমে প্রচার শুরু করে দিয়েছেন রণবীর-মন্দানা।

[আরও পড়ুন: ‘মোদি ছুঁলেই সোনা ফলে’, বিশ্বকাপ হারের পর প্রধানমন্ত্রীর ‘পনৌতি’ তকমায় চটলেন কঙ্গনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement