Advertisement
Advertisement

Breaking News

Animal teaser

‘অ্যানিম্যাল’-এর টিজারে রোমহর্ষক রণবীর, দেখলে শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বইতে বাধ্য!

জন্মদিনে 'অ্যানিম্যাল' রূপে আত্মপ্রকাশ রণবীর কাপুরের। চমকে দিলেন অভিনেতা।

Animal teaser: Ranbir Kapoor's baddie avatar in gritty drama promises bloody ride
Published by: Sandipta Bhanja
  • Posted:September 28, 2023 11:07 am
  • Updated:September 28, 2023 11:07 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘অ্যানিম্যাল’ (Animal), যেমন সিনেমার নাম, তেমনই রণবীর কাপুরের অবতার। চোখেমুখে হিংস্রতার ছাপ। ভয়াল চেহারা। এক নজরে অভিনেতাকে দেখে চেনা দায় ছিল ‘অ্যানিম্যাল’-এর পয়লা ঝলকে। এবার নতুন পোস্টারে আরও রোমহর্ষক রণবীর (Ranbir Kapoor)। ঠোঁটে জ্বলন্ত সিগারেট! চোখে কালো রোদচশমা নিয়ে বন্য অবতারে ধরা দিলেন ‘অ্যানিম্যাল’ অভিনেতা। একটা মানুষের বন্য হওয়ার নেপথ্যের কাহিনি ফুটে উঠল টিজারে।

২ মিনিট ২৬ সেকেন্ডের এই টিজার একেবারে শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বইয়ে দেবে দর্শকদের। হিংস্রতা, রহস্য-রোমাঞ্চের পাশাপাশি অ্যাকশন সিকোয়েন্সেও ভরপুর রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’-এর টিজার (Animal teaser)। ছবির সংলাপও কেতাদুরস্থ। আদ্যোপান্ত ঘরোয়া, সাদামাটা ছেলে থেকে কী করে বিপ্লবী হয়ে উঠতে পারে একজন মানুষ, সেই জার্নির কিছু ঝলক দেখা গেল। উল্লেখ্য, দীর্ঘদিন বাদে ‘অভিনেতা’ রণবীর কাপুরকে দেখা গেল ‘অ্যানিম্যাল’-এর টিজারে। রণবীর কাপুরের বাবার চরিত্রে অনিল কাপুর। প্রেমিকার ভূমিকায় রশ্মিকা মন্দানা। ববি দেওলকেও দেখা গেল ভিলেনের চরিত্রে।

Advertisement

রণবীর কাপুরের জন্মদিনে (Ranbir Kapoor Birthday) যে বড়সড় চমক আসতে চলেছে, সেই ঘোষণাই দিন কয়েক আগে করা হয়েছিল প্রযোজনা সংস্থা টি সিরিজ-এর তরফে। বৃহস্পতিবার সেই প্রেক্ষিতেই মুক্তি পেল ‘অ্যানিম্যাল’-এর টিজার। সন্দীপ রেড্ডি ভঙ্গ পরিচালিত এই ছবি যে বক্স অফিসে শোরগোল ফেলে দেবে, তা পয়লা ঝলক দেখেই আন্দাজ করা গেল। উল্লেখ্য, রণবীরের বহু প্রতীক্ষিত এই ছবি মুক্তি পাবে পয়লা ডিসেম্বর।

[আরও পড়ুন: কটাক্ষের মুখে পড়েও শেষবেলায় লালবাগে ফারহা খান, হল ধাক্কাধাক্কিও! সামাল দিল পুলিশ]

জুন মাসে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’-এর প্রি-টিজার প্রকাশ্যে আসতেই সরগরম হয়েছিল নেটপাড়া। যা দেখে উল্লাসে ফেটে পড়েছিলেন অনুরাগীরা। পাশাপাশি সিনে-সমালোচকরাও সেই আগাম ঝলক দেখে ভবিষ্যদ্বাণী করে ফেলেছিলেন যে এই ছবি বক্সঅফিসে দারুণ ব্যবসা করবে। প্রসঙ্গত, ‘ব্রহ্মাস্ত্র’, ‘তু ঝুটি ম্যায় মক্কার’-পর এবার কাপুরপুত্রকে দেখা গেল একেবারে ভিন্ন অবতারে।

[আরও পড়ুন: শশী থারুর ‘দেশবিরোধী’! বিবেক অগ্নিহোত্রীর ‘মিথ্যাচারে’ আইনি হুঁশিয়ারি কংগ্রেস সাংসদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement