Advertisement
Advertisement

Breaking News

Animal pre-teaser

হাতে কুঠার, একের পর এক খুন! ‘অ্যানিম্যাল’-এর রোমহর্ষক প্রি-টিজারে ভয়ানক রণবীর

এযাবৎকাল এমন অবতারে দেখা যায়নি রণবীরকে।

Animal pre-teaser: Ranbir Kapoor axes men single-handedly| Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:June 11, 2023 2:10 pm
  • Updated:June 11, 2023 2:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘অ্যানিম্যাল’, যেমন সিনেমার নাম, তেমনই রণবীর কাপুরের অবতার। চোখেমুখে হিংস্রতার ছাপ। ভয়াল চেহারা। এক নজরে অভিনেতাকে দেখে চেনা দায়! ‘অ্যানিম্যাল’-এর পয়লা ঝলকে দুর্ধর্ষ রণবীর।

শনিবার আগাম ঘোষণা করা হয়েছিল যে, রবিবারোয়ারি বেলায় প্রকাশ্যে আসবে ‘অ্যানিম্যাল’-এর পয়লা ঝলক। এবার ভক্তদের অপেক্ষার অবসান। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’-এর প্রি-টিজার প্রকাশ্যে আসতেই সরগরম নেটপাড়া। যা দেখে উল্লাসে ফেটে পড়েছেন অনুরাগীরা। পাশাপাশি সিনে-সমালোচকদের ভবিষ্যদ্বাণী এই ছবি বক্সঅফিসে দারুণ ব্যবসা করবে।

Advertisement

ভিডিওর শুরুতেই রণবীরকে দেখা গেল হাতে কুড়াল নিয়ে হাঁটতে। সামনেই তার জন্য অপেক্ষারত কিছু মুখোশধারী লোক। পরনে সাদা কুর্তা এবং ধুতি। ছবিতে রণবীরকে যে একজন শক্তিশালী, নৃশংস গ্যাংস্টারের ভূমিকায় দেখা যাবে, ছবির পয়লা ঝলক দেখেই তা ঠাহর করা গেল। তবে প্রি-টিজারের টুইস্ট হল, ব্যাকগ্রাউন্ড মিউজিক। রণবীর যখন কুঠার হাতে একাই লড়ে যাচ্ছেন, তখন নেপথ্যে বাজছে এক পাঞ্জাবি গান।

[আরও পড়ুন: রামের ভূমিকায় রণবীর, সহ্য হল না কঙ্গনার! ‘সাদা ইঁদুর’ বলে ভয়ংকর কটাক্ষ কাপুরপুত্রকে]

‘ব্রহ্মাস্ত্র’, ‘তু ঝুটি ম্যায় মক্কার’-পর এবার কাপুরপুত্রকে দেখা গেল একেবারে ভিন্ন অবতারে। ‘অ্যানিম্যাল’-এর মুখ্য ভূমিকায় রণবীর কাপুর থাকলেও বলিউডের একাধিক ক্ষুরধার অভিনেতাদের দেখা যাবে এই ছবিতে। রয়েছেন অনিল কাপুর, ববি দেওল, তৃপ্তি দিমরি এবং রশ্মিকা মন্দানা। আগামী ১১ আগস্ট মুক্তি পাচ্ছে ‘অ্যানিম্যাল’। 

[আরও পড়ুন: ‘আচমকা পিছন থেকে এসেই…’, ছোটবেলায় যৌন নিগ্রহ, ভয়ংকর অভিজ্ঞতা সোনম কাপুরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement