Advertisement
Advertisement

Breaking News

Tripti Dimri

বিয়ে করছেন ‘ভাবী ২’ তৃপ্তি দিমরি! পাত্র কে?

পুরুষ মহলে তৃপ্তি এখন হটকেক!

Animal fame Tripti Dimri opens up on her marriage plans| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:January 31, 2024 4:22 pm
  • Updated:January 31, 2024 4:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘অ্যানিম্য়াল’ ছবির নায়িকা ছিলেন রশ্মিকা মান্দানা। কিন্তু পুরো লাইমলাইটটা যেন কেড়ে নিলেন ছবির ভাবী ২ তৃপ্তি দিমরি। মাত্র কয়েক মিনিট ছবিতে থেকেও, রশ্মিকা মান্দানার থেকে ন্যাশনাল ক্রাশ তকমা ছিনিয়ে নিলেন তৃপ্তি। পুরুষ মহলে তৃপ্তি এখন হটকেক! শোনা যাচ্ছে, সেই তৃপ্তিই নাকি এবার বিয়ে করতে চলেছেন।

Advertisement

কয়েকমাস আগেই রটে যায় হোটেল ব্যবসায়ী স্যাম মার্চেন্টের সঙ্গে প্রেম করছেন তৃপ্তি। এমনকী, ভাইরাল হয়েছিল স্যাম ও তৃপ্তির ছবিও। তার আগে অনুষ্কা শর্মার ভাই প্রযোজক কার্নেশ শর্মার সঙ্গে প্রেমে লিপ্ত ছিলেন তিনি। তাহলে কী স্যামের সঙ্গেই বিয়ে করছেন?

[আরও পড়ুন: সংসার-দাম্পত্য বাজি রেখেও ‘বিগ বস’-এ হার অঙ্কিতার, শাশুড়ির অভিযোগ, ‘মানসম্মান ডোবালে!]

সম্প্রতি এক সাক্ষাৎকারে তৃপ্তি স্পষ্ট জানান, ”আপাতত বিয়ের কোনও প্ল্যান নেই। কেরিয়ারে মন দিতে চাই। যা রটছে , তা মোটেই সঠিক নয়।”

স্যাম মার্চেন্টের সঙ্গে তৃপ্তি।

প্রশংসার পাশাপাশি ‘অ্যানিম্যাল’ ছবিতে রণবীর কাপুরের সঙ্গে যৌনদৃশ্যে অভিনয়ের জন্য তৃপ্তির দিকে ধেয়ে এসেছে কটাক্ষও। নেটিজেনদের অশ্লীল প্রশ্নের মুখেও পড়তে হয়েছে তৃপ্তিকে। অনেকেরই কৌতূহল, শুটিং করতে গিয়ে সত্যিই কী রণবীরের সামনে নগ্ন হয়েছিলেন তিনি?

সম্প্রতি এক সাক্ষাৎকারে সবটার জবাব দিলেন অভিনেত্রী। তৃপ্তি বললেন, ”অভিনেতার কাজই হল চ্যালেঞ্জ নেওয়া। আর আমি সেই চ্যালেঞ্জ নিয়ে ছিলাম। বুলবুল ছবির ধর্ষণের দৃশ্যে অভিনয় করার থেকে অ্যানিম্যালের দৃশ্যে অভিনয় করা সহজ ছিল। রণবীরের সঙ্গে নগ্নদৃশ্য শুটিং করার সময়, ঘরে শুধু রণবীর, আমি, পরিচালক আর ক্যামেরাম্যানই ছিলাম। বার বারই রণবীর আমার কাছে জানতে চেয়েছিল, আমি ঠিক আছি কিনা। দারুণ সাপোর্ট পেয়েছি রণবীরের কাছ থেকে। তাই আমার কোনও অসুবিধাই হয়নি। তাই এই দৃশ্য নিয়ে অকারণে সমালোচনা না করাই ভালো।”

[আরও পড়ুন: OMG! শাহরুখ নয়, হিমেশ রেশমিয়ার নায়িকা হতে বেশি আগ্রহী দীপিকা!]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement