Advertisement
Advertisement
Dev Animal

Dev on Animal: ‘বাঙালিরা অ্যানিম্যাল নিয়ে হইহই করে কিন্তু জিতের মানুষ দেখে না!’, বিস্ফোরক ‘প্রধান’ দেব

ঠিক কী বললেন দেব?

Animal: actor Dev Seconds Parambrata Chatterjee on Bengali audience's cine choice | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:December 18, 2023 11:56 am
  • Updated:December 18, 2023 1:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “বাংলা ছবির দর্শকদের ভয়ংকর একটা দ্বিচারিতা রয়েছে”, দিন কয়েক আগেই আক্ষেপের সুরে বলেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। এবার সেই একই সুর টলিউড সুপারস্টার দেবের (Dev) কণ্ঠেও। বাঙালি সিনে দর্শকদের বিরুদ্ধে তাঁর অভিযোগ, “বাংলার দর্শক এবং বাংলা ছবির দর্শক, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। তাঁরা ‘অ্যানিম্যাল’ (Animal) দেখলেও জিতের ‘মানুষ’ দেখে না।”

সাম্প্রতিক অতীতের বক্স অফিসের হিসেব দেখলেই বোঝা যাবে শুধুমাত্র বাংলা থেকেই শাহরুখ খানের সিনেমা ‘জওয়ান’ যতটা আয় করেছে, এযাবৎকাল মাত্র ৩টে বাংলা সিনেমাই সেই ব্যবসার অঙ্ক ছুঁতে পেরেছে। তার মধ্যে ২টো দেবের ছবি। অন্যটি জিতের। বলিউড কিংবা দক্ষিণী সিনেমার সমুদ্রপ্রমাণ বাজেটের সঙ্গে অবশ্যই বাংলা ছবির তুলনা টানা কাম্য নয়, তবে আঞ্চলিক ভাষার ছবিগুলির ক্যাশবাক্স যেভাবে উপচে পড়ছে, তাতে টলিউড সিনেমার আয়ের অঙ্ক নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছে সিনেবিশেষজ্ঞরা। কেন বাংলাতেই বাংলা ভাষার সিনেমার ব্যবসা এহেন হাল? এই দায় কি দর্শকদের নয়? প্রশ্ন কিন্তু রয়েই যায়।

Advertisement

Shah Rukh Khan Fan watching Jawan with Ventilator, watch

দেবের মন্তব্য, “দায়িত্ব নিয়ে বলতে পারি, বাংলা সিনেমার দর্শক আর বাংলার দর্শক কিন্তু এক নয়। এঁরা ‘অ্যানিম্যাল’ দেখবে। ‘জওয়ান’ দেখবে কিন্তু সেখানে আমারই যখন নতুন কিছু করব, লাউড কিংবা ওভার দ্য টপ কিছু করব, ধরা যাক, জিৎদার ‘মানুষ’ সিনেমার কথাই, তখন ওঁদের মনে হবে এটা আমাদের সংস্কৃতি নয়! আমরা যখন ‘ব্যোমকেশ’ করি সিনেমাটা ভালো ব্যবসা করলেও শুনতে হয় আরও ভালো হলে ভালো হত। ‘বাঘাযতীন’ অনেকেরই ভালো লেগেছে, আবার কারও লাগেনি।” সিটি সিনেমাকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই মত জানান টলিপাড়ার ‘প্রধান’ অভিনেতা।

[আরও পড়ুন: নিন্দা-বিতর্ককে সঙ্গী করেই ৯০০ কোটির দুয়ারে ‘অ্যানিম্যাল’, তেইশের ব্লকবাস্টার ক্লাবে রণবীর]

Animal-Inside

এর আগে এক সাক্ষাৎকারে পরমব্রত জানিয়েছিলেন, “বাংলা ছবির দর্শকদের ভয়ংকর একটা দ্বিচারিতা রয়েছে। শাহরুখ খানের ছবি এখানে ভালো ব্যবসা করে। তবে ‘পাঠান’, ‘জওয়ান’-এর মতো ছবি বাংলায় বানালে কেউ গিয়ে সেই ছবি দেখবে না। যদি ব্যক্তিগতভাবে আমার ‘পাঠান’ ভালো লেগেছে।” সেই একই আক্ষেপ এবং অভিযোগের সুর এবার দেবের গলাতেও শোনা গেল।

[আরও পড়ুন: ‘ডাঙ্কিতে দারুণ চমক, আজ অবধি দেখেননি’, চ্যালেঞ্জ শাহরুখের! কিং ম্যাজিকে মুগ্ধ দুবাই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement