Advertisement
Advertisement
Anil Kapoor

অনুপ্রেরণা! ফিল্ম মিউজিয়ামে সত্যজিৎ রায়ের মূর্তি দেখেই দাঁড়িয়ে পড়লেন অনিল কাপুর

আবেগঘন বার্তা দিলেন সোশ্যাল মিডিয়ায়।

Anil Kapoor poses beside Satyajit Ray's statue in Film Museum | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:September 3, 2023 1:21 pm
  • Updated:September 3, 2023 1:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ফ্যানবয় মোমেন্ট’ যে শুধুমাত্র সাধারণ মানুষের হয় তা তো নয়, তারকাদেরও এমন অভিজ্ঞতা হয়। ৬৬ বছর বয়সে এসেও সামনে সত্যজিৎ রায়ের (Satyajit Ray) মূর্তি দেখে দাঁড়িয়ে পড়েন অনিল কাপুর (Anil Kapoor)। সেই মূর্তির পাশে দাঁড়িয়ে ক্যামেরার সামনে পোজ দেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by anilskapoor (@anilskapoor)

Advertisement

ফিল্ম মিউজিয়ামে গিয়েছিলেন অনিল। সেখানেই নস্ট্যালজিক হয়ে পড়েন। সত্যজিৎ রায়ের মূর্তি দেখে পাশে দাঁড়িয়ে ছবি তোলেন। আবার ‘গরম হাওয়া’ সিনেমার পোস্টার দেখান। ক্যাপশনে অভিনেতা লেখেন, “মিউজিয়ামে আমার কিছু প্রিয় মুহূর্ত…সর্বকালের সেরা পরিচালক সত্যজিৎ রায়ের সঙ্গে…আর এটা আমার খুবই প্রিয় একটা ছবি ‘গরম হাওয়া।’

[আরও পড়ুন: তিক্ততা অতীত, ‘গদর ২’র সাফল্যের পার্টিতে শাহরুখকে জড়িয়ে ধরলেন সানি, ভাইরাল ভিডিও]

এম এস সাথ্যু পরিচালিত ছবি ‘গরম হওয়া’। ইসমত চুঘতাইয়ের অপ্রকাশিত ছোটগল্প অবলম্বনে কাহিনি লিখেছিলেন কাইফি আজমি ও শমা জাইদি। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন বলরাজ সাহানি, বদর বেগম, শওকত আজমি। অনিল জানান, এমন ছবি আজকের সময়েও প্রাসঙ্গিক। তিনি নিজে এম এস সাথ্যুর মতো পরিচালকের সঙ্গে ‘কাহা কাহা সে গুজর গ্যায়া’য় কাজ করার সুযোগ পেয়েছিলেন।

Anil-Satyajit-2
উল্লেখ্য, ২০২২ সালে মুক্তি পেয়েছিল ‘যুগ যুগ জিও’। তারপর এখনও পর্যন্ত অনিলের কোনও সিনেমা মুক্তি পায়নি। কিছুদিন আগেই হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোনের ‘ফাইটার’ সিনেমার ঝলক প্রকাশ্যে এসেছে। তাতে বায়ুসেনার পাইলট হিসেবে প্রবীণ অভিনেতাকে দেখা গিয়েছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবির বাজেট প্রায় আড়াইশো কোটি। মুক্তি পাবে আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি মাসে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by anilskapoor (@anilskapoor)

[আরও পড়ুন: সুলতান! সলমনের পাশে কয়েক মিনিটও দাঁড়াতে পারলেন না কার্তিক, পালিয়ে বাঁচলেন নায়ক!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement