Advertisement
Advertisement
Anil Kapoor

অনিলের সঙ্গে চূড়ান্ত সংঘাত, ‘ভাই কথা বলে না’, আক্ষেপ বনি কাপুরের?

হঠাৎ কী হল?

Anil Kapoor And Boney Kapoor Have UGLY Fight Over No Entry 2
Published by: Akash Misra
  • Posted:March 30, 2024 1:19 pm
  • Updated:March 30, 2024 1:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তুমুল ঝামেলা কাপুর পরিবারে। নাহ, এ কাপুর, সে কাপুর নয়। বরং বলিউডের দুই কাপুর ভাই অনিল কাপুর ও বনি কাপুরের মধ্যে জোর সংঘাত। এমনকী, বহুদিন ধরে দুই ভাইয়ের মধ্যে কথাও বন্ধ! হ্যাঁ, অনিল ও বনি কাপুরের অন্দরমহল এখন দুই ভাইয়ের অশান্তি নিয়ে সরগরম।

হঠাৎ কী হল অনিল ও বনির মধ্যে?

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনিল কাপুরের সঙ্গে এই সংঘাত নিয়ে মুখ খুলেছেন বনি কাপুর। বনি জানিয়েছেন, ”আসলে ঝামেলাটা শুরু হয় নো এন্ট্রি সিক্যুয়েলের স্টারকাস্ট নিয়ে। আসলে, নো এন্ট্রির কাস্টিং আমি করেছি। অনিল জানত না। কিন্তু যখন জানতে পারল, তখন রীতিমতো ক্ষেপে গেল। আসলে অনিল চেয়েছিল নো এন্ট্রির সিক্যুয়েলে থাকুক। কিন্তু আমি একেবারেই নতুন, ফ্রেশ কাস্টিং করেছি। বরুণ ধাওয়ান, দিলজিৎদের নেওয়ার কারণও অনিলকে জানিয়ে ছিলাম। কিন্তু অনিল, আমার উপর রাগ করে। কথাও বন্ধ করে দিয়েছে। ”

[আরও পড়ুন: হাসির মোড়কে বিজয় মালিয়াকে খোঁচা! কেমন হল করিনা-তাব্বু-কৃতীর ‘ক্রু’ সিনেমা?]

১৪ বছর আগে মুক্তি পেয়েছিল ,সলমন খান (Salman Khan), অনিল কাপুর, ফারদিন খান, বিপাশা বসু, লারা দত্ত, এষা দেওল অভিনীত ছবি ‘নো এন্ট্রি’ (No Entry)। বক্স অফিসে হইচই ফেলে দিয়েছিল এই কমেডি ছবি। এবার খুশির খবর হল প্রায় ১৭ বছর পর বলিউডের পর্দায় ফের আসতে চলেছে ‘নো এন্ট্রি’।

অন্যদিকে, সংবাদ মাধ্যমকে পরিচালক অনীজ জানিয়েছেন, সলমনের সঙ্গে এই ছবির পরিকল্পনা বহুদিন ধরেই চলছিল। সলমন চান, খুব শীঘ্রই এই ছবির শুটিং শুরু হোক। তবে শোনা যাচ্ছে, পুরনো ছবির তিনজন অর্থাৎ অনিল, সলমন, ফরদিনকে নাকি কেমিও চরিত্রে দেখা যাবে নো এন্ট্রির সিক্যুয়েলে।

[আরও পড়ুন: শোভনের সঙ্গে সম্পর্কে সিলমোহর! একান্ত সাক্ষাৎকারে মনের কথা বলেই দিলেন সোহিনী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement