সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তুমুল ঝামেলা কাপুর পরিবারে। নাহ, এ কাপুর, সে কাপুর নয়। বরং বলিউডের দুই কাপুর ভাই অনিল কাপুর ও বনি কাপুরের মধ্যে জোর সংঘাত। এমনকী, বহুদিন ধরে দুই ভাইয়ের মধ্যে কথাও বন্ধ! হ্যাঁ, অনিল ও বনি কাপুরের অন্দরমহল এখন দুই ভাইয়ের অশান্তি নিয়ে সরগরম।
হঠাৎ কী হল অনিল ও বনির মধ্যে?
সম্প্রতি এক সাক্ষাৎকারে অনিল কাপুরের সঙ্গে এই সংঘাত নিয়ে মুখ খুলেছেন বনি কাপুর। বনি জানিয়েছেন, ”আসলে ঝামেলাটা শুরু হয় নো এন্ট্রি সিক্যুয়েলের স্টারকাস্ট নিয়ে। আসলে, নো এন্ট্রির কাস্টিং আমি করেছি। অনিল জানত না। কিন্তু যখন জানতে পারল, তখন রীতিমতো ক্ষেপে গেল। আসলে অনিল চেয়েছিল নো এন্ট্রির সিক্যুয়েলে থাকুক। কিন্তু আমি একেবারেই নতুন, ফ্রেশ কাস্টিং করেছি। বরুণ ধাওয়ান, দিলজিৎদের নেওয়ার কারণও অনিলকে জানিয়ে ছিলাম। কিন্তু অনিল, আমার উপর রাগ করে। কথাও বন্ধ করে দিয়েছে। ”
১৪ বছর আগে মুক্তি পেয়েছিল ,সলমন খান (Salman Khan), অনিল কাপুর, ফারদিন খান, বিপাশা বসু, লারা দত্ত, এষা দেওল অভিনীত ছবি ‘নো এন্ট্রি’ (No Entry)। বক্স অফিসে হইচই ফেলে দিয়েছিল এই কমেডি ছবি। এবার খুশির খবর হল প্রায় ১৭ বছর পর বলিউডের পর্দায় ফের আসতে চলেছে ‘নো এন্ট্রি’।
অন্যদিকে, সংবাদ মাধ্যমকে পরিচালক অনীজ জানিয়েছেন, সলমনের সঙ্গে এই ছবির পরিকল্পনা বহুদিন ধরেই চলছিল। সলমন চান, খুব শীঘ্রই এই ছবির শুটিং শুরু হোক। তবে শোনা যাচ্ছে, পুরনো ছবির তিনজন অর্থাৎ অনিল, সলমন, ফরদিনকে নাকি কেমিও চরিত্রে দেখা যাবে নো এন্ট্রির সিক্যুয়েলে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.