Advertisement
Advertisement
Anik Dutta

‘অপরাজিত’র সাফল্যের পর নতুন ছবি অনীকের, এবার হাতিয়ার ফেলুদার মগজাস্ত্র

কবে থেকে শুরু হবে এই ছবির শুটিং?

Anik Dutta Planning to make a film on Felu da | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 10, 2022 2:51 pm
  • Updated:November 11, 2022 1:41 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পথের পাঁচালী’র পর এবার ‘ফেলুদা’। হ্যাঁ, ফের সত্যজিৎ রায়ের সৃষ্টি  থেকে অনুপ্রাণিত হয়ে ছবি তৈরি করতে চলেছেন পরিচালক অনীক দত্ত। আর এবার অনীক বাছলেন ফেলুদাকে! তবে এই ছবি ফেলুদাকে নিয়ে নয়, বরং তাঁর গোয়েন্দাগিরিকে নিয়ে।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। বহু দিন আগেই ‘যত কাণ্ড কলকাতায়’ ছবির চিত্রনাট্য লিখে ফেলেছিলেন অনীক। এবার সেই ছবি তৈরি করার পালা। স্টারকাস্টও ঠিক করে ফেলেছেন অনীক (Anik Dutta)। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। তাঁর চরিত্রে নাম তোপসে। না, ফেলুদার তোপসের সঙ্গে অনীকের তোপসের তেমন কোনও মিল নেই। এই তোপসে একেবারেই অনীকের তৈরি চরিত্র। আর ছবির গল্পের পরতে পরতে থাকবে ফেলুদার গল্পের সঙ্গে যুক্ত নানা সূত্র। যে সূত্রগুলো সমাধান করে একের পর পর এক রহস্য়ের জট খুলেছিল ফেলুদা। 

Advertisement

[আরও পড়ুন: ‘কী আছে ওই ৬০ বছরের বুড়ো মালটার মধ্যে?’, প্রশ্ন তুলল ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’র ট্রেলার]

অনীকের কথায়, ‘অনেক দিন আগে থেকেই এই ছবির চিত্রনাট্য লেখা। গল্পে ফেলুদার অংশ সংযোজনের সময় বাবুদার (সন্দীপ রায়) কাছ থেকে অনুমতি নিয়েছি। এর আগে ছবিটা ইংরেজি ও হিন্দিতে করব ভেবেছিলাম। তবে এখন বাংলাতেই করছি।’

জানা গিয়েছে, এই ছবির গল্পে উঠে আসবে দুটো সময়ের কথা। উঠে আসবে পুরনো কলকাতার ছবিও। অনীক তাঁর এই ছবিতে তুলে ধরবেন কলকাতার আনাচ-কানাচের গল্প। সেই গল্পের সঙ্গেই মিশে যাবে ফেলুদার গল্পের রহস্য় সমাধানের সূত্রগুলো। কলকাতায় যে জায়গা গুলো এখনও সিনেপর্দায় দেখা যায়নি, সে জায়গা গুলোকেই ক্যামেরাবন্দি করবেন অনীক। অনীকের এই ছবিতে আবীর ছাড়াও অভিনয় করবেন বিমল রায়ের নাতনি মিশকা সিনহাকে। এই ছবিতে অভিনয় করবেন মধুমিতা সরকারও। আগামী বছর জানুয়ারীতেই শুরু হবে এই ছবির শুটিং। কলকাতা ও দার্জিলিংয়ে শুটিং হওয়ার পরিকল্পনা রয়েছে। ছবির প্রযোজক ফিরদৌসুল হাসান। যিনি এর আগে অনীকের ‘অপরাজিত’ ছবির প্রযোজনাও করেছেন। প্রযোজকের কথায়, আমার আশা আগের ‘অপরাজিতর মতো এই ছবিও সবাই পছন্দ করবে।’

[আরও পড়ুন: ওয়েব সিরিজের পর এবার বড়পর্দায় ‘তারানাথ তান্ত্রিক’! প্রকাশ্যে ছবির পোস্টার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement