সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পয়লা বৈশাখেই প্রকাশ্যে এল পরিচালক অনীক দত্তের (Anik Dutta) ‘অপরাজিত’ সিনেমার টিজার। সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ তৈরির নেপথ্য কাহিনি তুলে ধরা হয়েছে নতুন এই ছবিতে। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জিতু কমল (Jeetu Kamal)।
সাদা-কালোর আবহে ‘পথের পাঁচালী’ তৈরির কাহিনি তুলে ধরেছেন পরিচালক। “পয়লা বৈশাখে পয়লা ঝলক, শুভ নববর্ষ”, এই কথা লিখেই টিজারটি শেয়ার করেন তিনি। ১৯৫৫ সালে মুক্তি পেয়েছিল সত্যজিৎ রায়ের প্রথম ছবি। সেই ছবির আইকনিক কিছু দৃশ্যের শুটিং দেখা গিয়েছে নতুন এই টিজারে।
অনেক বাধা-বিপত্তির মোকাবিলা করে ‘পথের পাঁচালী’ তৈরি করেছিলেন সত্যজিৎ রায়। সেই কাহিনিই ‘অপরাজিত’ (Aparajito) সিনেমার মাধ্যমে তুলে ধরতে চেয়েছেন পরিচালক। এখানে মূল চরিত্রের নাম অপরাজিত রায় (জিতু কমল)। আর তিনি তৈরি করছেন ‘পথের পদাবলী’ নামের ছবি। টিজারে অপরাজিত রায়ের স্ত্রী হিসেবে সায়নী ঘোষকেও (Saayoni Ghosh) দেখা গিয়েছে।
সত্যজিৎ রায়ের (Satyajit Ray) জন্মশতবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েই নতুন এই ছবিটি তৈরি করেছেন পরিচালক অনীক দত্ত। শুটিংয়ের সময় থেকেই এ ছবিতে চর্চা তুঙ্গে। বিশেষ করে জিতু কমলের লুক প্রকাশ্যে আসার পর। অবিকল যেন সত্যজিৎ রায়! অপরাজিত রায় হিসেবে জিতুকে দেখে অনেকেই একথা বলেছেন। টিজারেও একই মেজাজে দেখা গেল অভিনেতাকে।
টিজার প্রকাশ্যে আসার আগেই ছবির পোস্টার এবং বিশেষ ঝলক প্রকাশ্যে এসেছিল। তাতেও ছিল সাদা-কালো ফ্রেম। সঙ্গে কাশবন আর রেলগাড়ি। সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’র স্মৃতি উসকে দিয়েছিল ১০ সেকেন্ডের সেই ঝলক। টিজারেও তার ব্যতিক্রম হল না। বাংলা বছরের শুরুতেই দর্শকদের আগ্রহ কয়েকগুণ বাড়িয়ে দিল ১ মিনিট ১৬ সেকেন্ডের এই ভিডিও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.