ছবি ফেসবুক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘হেমলক সোসাইটি’ মুক্তি পাওয়ার পর কেটে গিয়েছে তেরো বছর। এবার তারই সিক্যুয়েল ‘কিলবিল সোসাইটি’ নিয়ে আসছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। আগামী ১১ এপ্রিল মুক্তি পাবে ছবিটি। তার আগে ছবি নিয়ে বড়সড় তথ্য ফাঁস করলেন সৃজিত। জানেন কি, সৃজিতকে এই ছবির জন্য নাকি প্রেরণা জুগিয়েছেন হলিউডের সুপারস্টার অ্যাঞ্জেলিনা জোলি! শুনে চমকে গেলেন নাকি? আসল ঘটনাটা কী?
সৃজিত মুখোপাধ্যায় তাঁর সোশাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন। সেখান থেকেই জানা যাচ্ছে, পরিবেশ ও পরিস্থিতির চাপে হলিউড ডিভা অ্যাঞ্জেলিনা জোলি নাকি একবার নিজের পরিবারের এক সদস্যকে গুপ্ত হত্যা করার কথা ভেবেছিলেন। সেই মতো এক সুপারি কিলারকে ভাড়াও করেছিলেন! কারণ তাঁর নাকি মনে হয়েছিল আত্মহত্যা করার থেকে নিজের অপছন্দের মানুষটিকে পৃথিবী থেকে সরিয়ে ফেলাই শ্রেয়। ঘাতক অবশ্য সব শুনে অক্সারজয়ী অভিনেত্রীকে পরামর্শ দেন, বিষয়টি নিয়ে দ্বিতীয়বার ভাবার জন্য। এবং তাঁকে দু’মাস সময়ও দেন। এই ঘটনার খবরটি নিজের সোশাল মিডিয়ায় প্রকাশ করে সৃজিত লিখেছেন, ‘যারা আমার ছবি কিলবিল সোসাইটির গল্পে ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন, তাদের অবগত করতে জানাই অ্যাঞ্জেলিনা জোলির এই ঘটনাটি হল আমার ছবির গল্পের অনুপ্রেরণা। অতএব আশা করব অস্থির না হয়ে আমার ছবিটি উপভোগ করবেন।’
প্রসঙ্গত উল্লেখ্য, ‘কিলবিল সোসাইটি’র হাত ধরে মৃত্যুঞ্জয় কর রূপে নয়া অবতারে পর্দায় হাজির হবেন ছবির নায়ক পরমব্রত চট্টোপাধ্যায়। সে নাকি আর আগের মতো হাসি খুশি মানুষটি নেই। বরং হয়ে গিয়েছেন অনেকটাই কঠিন ও শান্ত। যে মৃত্যুর অ্যানাটমি সব চেয়ে ভালো বুঝত, এবার সেই নাকি নিজের ভাগ্যের বদল ঘটাতে চায়! তার সঙ্গে এবার থাকছে পূর্ণা আইচ ওরফে কৌশানি মুখোপাধ্যায়। এছাড়াও ছবিতে রয়েছেন বিশ্বনাথ বসু, অনিন্দ্য চট্টোপাধ্যায় প্রমুখ। ভয়ডরহীন পূর্ণার জীবনকে ক্রমশ ভয় গ্রাস করে ফেলে। এই ভয়ের জালে আটকা পড়েই আমূল বদল ঘটে পূর্ণার। কেন এই বদল? তারই উত্তর মিলবে ‘কিলবিল সোসাইটি’তে।
For the conspiracy theorists, this real life incident is the genesis of #KillbillSociety. So sit back, relax and enjoy the music!:)https://t.co/0H8HZh52Lf
— Srijit Mukherji (@srijitspeaketh) March 20, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.