Advertisement
Advertisement

Breaking News

Aneek Dhar

শোভন-বৈশাখীর ‘টুরু লাভ’ নিয়ে এবার গান বাঁধলেন অনীক ধর, নেটদুনিয়ার চর্চায় নয়া ভিডিও

অনীকের এই গান এখন দারুণ ভাইরাল।

Aneek Dhar new song on Shovon Baishakhi Goes Viral | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 1, 2021 5:09 pm
  • Updated:November 1, 2021 6:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্ধুত্ব, প্রেম মানেই শোভন-বৈশাখী। তাঁদের প্রেম কাহিনি নিয়েই চর্চা সোশ্যাল মিডিয়ায়। হীর-রাঞ্জা, লায়লা-মজনুর প্রেম কাহিনি এখন চলে গিয়েছে পিছনের সারিতে। শোভন চট্টোপাধ্যায় (Shovon chatterjee) ও বৈশাখী বন্দ্য়োপাধ্য়ায়কে (Baishakhi Banerjee) নিয়েই এবার গান বাঁধলেন ‘সারেগামাপা’ খ্যাত গায়ক অনীক ধর (Aneek Dhar)। তবে শুধু গানই নয়। শোভনের স্টাইলে ধুতি,পাঞ্জাবি পরে গানের তালে নাচলেনও অনীক। ভিডিওতে বৈশাখীর ভূমিকায় দেখা গেল মডেল স্নেহা কর্মকারকে।

কয়েকমাস ধরেই চর্চায় রয়েছেন শোভন-বৈশাখী। পুজোর আগে বিভিন্ন সংবাদমাধ্যমের অনুষ্ঠানে অংশ নিয়ে সবার সামনে এনেছিলেন তাঁদের প্রেম। ভিক্টোরিয়ার চারপাশে ঘোড়ার গাড়ি চেপে গান গেয়েছেন। প্রিন্সেপ ঘাটে হাতে হাত ধরে নেচেছেন। শুধু তাই নয়, দশমীতে মা দুর্গাকে সাক্ষী রেখে শোভনের হাতে সিঁথিতে সিঁদুর পরেছেন বৈশাখী।

Advertisement

[আরও পড়ুন: বিজেপির হুমকির মুখে ‘বিতর্কিত’ মঙ্গলসূত্রের বিজ্ঞাপন সরালেন ডিজাইনার সব্যসাচী]

ইতিমধ্যেই অনীকের এই গান দারুণ হিট সোশ্যাল মিডিয়ায়। গানটি ইতিমধ্য়েই দেখে ফেলেছেন ১৭ হাজারের বেশি মানুষ। সংবাদমাধ্যমকে অনীক জানিয়েছেন, ‘সারেগামাপার সময় থেকেই আমি নানা ধরনের গান গাই। মজার গানও গাইতে পছন্দ করি। প্রচুর আইটেম গানও গেয়েছি আমি। অনেকদিন ধরে অন্যরকম গান গাওয়া হয়নি। ফেসবুকেও অনুরাগীরাও বলতেন অন্যরকম গান গাইতে। আর আমার মনে হয় শোভন-বৈশাখী জুটি এখন তালিকায় সবার শীর্ষে। তাই তাঁদেরকে নিয়ে এই গান।’

অনীক তাঁর এই গানে হীর-রাঞ্জা, লায়লা-মজনুকে টেনে নিয়ে এসে শোভন ও বৈশাখীর প্রেমকে শীর্ষে রাখলেন। সংবাদমাধ্যমকে অনীক আরও বললেন, ”আমার এই গানের সঙ্গে  রাজনীতির কোনও সম্পর্ক নেই। শোভন ও বৈশাখীকে আমার খুব ভাল লাগে। এই সময়ে শোভন ও বৈশাখীর থেকে জনপ্রিয় আর কেউ নন। আর তাই তাঁদের প্রেমকে নিয়েই গান বেঁধে ফেললাম।’

[আরও পড়ুন: সমাজের ‘লক্ষ্মী’রা কি প্রকৃত সম্মান পায়? প্রশ্ন নিয়ে আসছে শ্রীলেখা, প্রিয়াঙ্কা, গৌরবের ‘নির্ভয়া’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement