সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকে বলছে অনন্যা-আদিত্য প্রেম করছেন। তবে হাভেভাবে অনন্যা ও আদিত্য এই প্রেমের ব্যাপারটা বোঝালেও, খোলসা করেন না। এদিকে দেখুন, দিব্যি দুজনে মিলে ঘুরছেন, ফিরছেন। আর এবার তো গাড়ির ভিতর ‘বন্দি’ হয়ে প্রেম দিবস কাটালেন অনন্যা ও আদিত্য!
হ্যাঁ, ভ্যালেন্টাইনস ডে-তে এমনই এক ছবি পোস্ট করলেন অনন্যা পাণ্ডে। ছবিতে স্পষ্টভাবে আদিত্যকে দেখা না গেলেও, অনন্যার পোস্টে কিন্তু ইঙ্গিত রয়েছে। ছবিতে দেখা গিয়েছে একগুচ্ছ সূর্যমুখী ফুল ও লাল বেলুন।
View this post on Instagram
নতুন বছর উদযাপনেও একসঙ্গে বিদেশে গিয়েছিলেন আদিত্য-অনন্যা। সূত্রের খবর, অনন্যা (Ananya Pandey) ও আদিত্যর (Aditya Roy Kapoor) বাড়ি থেকে এই প্রেম নিয়ে কোনও আপত্তি নেই। দুই পরিরাবের লোকজনই চাইছেন এই প্রেমের পরিণতি যেন ছাদনাতলায় ঘটে। শোনা যাচ্ছে, সব ঠিকঠাক চললে, চলতি বছরের শেষের দিকে বাগদানও সারবেন অনন্যা ও আদিত্য। জানুয়ারি মাসেই নাকি দুজনেই এই প্রেমের ইস্তেহার সবার সামনে আনবেন। জানাবেন বিয়ের পরিকল্পনাও, এই খবর আগেই জানা গিয়েছিল। তবে বিয়ের খবর রটলেও, অনন্যা-আদিত্য কিন্তু চুপ!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.