Advertisement
Advertisement

Breaking News

Ananya Panday

গোলাপি বিকিনিতে অনন্যা, হট ‘বার্বি’ অবতারে পুরুষদের রাতের ঘুম কাড়লেন ‘ড্রিম গার্ল’

অনন্যাকে দেখে চুমু ছুঁড়লেন শাহরুখকন্যা সুহানা। এই ছবিগুলি মিস করবেন না কিন্তু!

Ananya Panday Channels Her Inner Barbie In Pink Bikini, Leave Fans Jaw-Dropped | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:August 3, 2023 8:08 pm
  • Updated:August 3, 2023 8:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগেই মুম্বইতে ফিরে এসেছেন। তবে অভিনেত্রীর মন সম্ভবত এখনও স্পেনেই পড়ে রয়েছে। কানাঘুষো শোনা গিয়েছে, সেখানে নাকি ‘নাইট ম্যানেজার’ আদিত্য রায় কাপুরের সঙ্গে চুটিয়ে সময় কাটিয়ে এসেছেন অভিনেত্রী। নায়িকার সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলে মাঝেমধ্যেই গরম ছবি দেখা দিচ্ছে। এবার ‘বার্বি’ আমেজে গা ভাসিয়ে গোলাপি বিকিনিতে ধরা দিলেন অনন্যা পাণ্ডে।

গোলাপি বিকিনি পরা ছবি দিয়ে অনন্যা লিখেছেন, “গোলাপি রংটাকে একটু বেশিই সিরিয়ালি নিয়ে নিয়েছি।” সেসব ছবিতেই দেখা গেল, নিজের ‘বার্বি’ সত্ত্বাকে ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী। পরনে শকিং পিঙ্ক ছোট্ট টু পিস। উন্মুক্ত বক্ষবিভাজিকা, উদর, উরু… অনন্যার শরীরী খাঁজ দেখে অনুরাগীদের মুর্চ্ছা যাওয়ার জোগাড়! কমেন্ট বক্সেই মিলল তার প্রমাণ।

Advertisement

অভিনেত্রীর বিকিনি লুকে যখন সরগরম নেটপাড়া, তখন বন্ধু সুহানা খানও কমেন্ট বক্সে প্রশংসা করে চুমু ছুঁড়ে দিলেন। অনুরাগীদের একাংশ আবার আদিত্য রায় কাপুরকেও খুঁজলেন। কেউ বা আবার উরফি জাভেদের প্রসঙ্গ টানলেন।

[আরও পড়ুন: সেন্সরের ভয়ে কাঁটা বলিউড, দেবের ‘ব্যোমকেশ দুর্গরহস্য’কে ‘ফুলমার্কস’ CBFC বোর্ডের!]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ananya 💛💫 (@ananyapanday)

প্রসঙ্গত, আদিত্য-অনন্যার প্রেমকাহিনির চর্চা এখন বিটাউনের সর্বত্র। অসমবয়সি এই জুটিকে নিয়ে বিটাউন থেকে নেটপাড়া, চর্চা সর্বত্র। সম্প্রতি বৃষ্টিভেজা রাতের মুম্বইয়ে দুই তারকাকে একসঙ্গে লেন্সবন্দি করেছেন পাপ্পারাজিরা। এবার অনন্যা-আদিত্যর তরফে অফিশিয়াল ঘোষণার অপেক্ষায় অনুরাগীরা।

[আরও পড়ুন: হিন্দুদের নিয়ে ‘বিতর্কিত’ টুইট গোবিন্দার! নেটপাড়ায় ছি ছি-কার হতেই ড্যামেজ কন্ট্রোলে ‘চিচি’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement