Advertisement
Advertisement

Breaking News

Anant Ambani

‘আপনাদের থেকে শুধু চাই…’ বিয়ের পরই অনন্তের বিশেষ দাবি, কী আবদার আম্বানিপুত্রর?

সোশাল মিডিয়ায় ভাইরাল অনন্ত আম্বানির ওয়েডিং স্পিচ।

Anant Radhika Wedding: Anant Ambani Wraps Up Wedding Festivities With A Heartwarming Speech
Published by: Akash Misra
  • Posted:July 17, 2024 11:29 am
  • Updated:July 17, 2024 1:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনন্ত আম্বানির (Anant Ambani) এলাহি বিয়ে নিয়ে ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় নানা বিতর্ক, নানা সমালোচনা। নেটিজেনদের একাংশের দাবি মোবাইল পরিষেবার দাম বাড়িয়েই নাকি বিয়ের (Anant Radhika Wedding) খরচা তুলছেন আম্বানি ফ্যামিলি। আবার অনেকে মনে করছেন, যে দেশে বহু মানুষ ঠিকমতো খেতে পায় না, সেদেশে এমন ঝা চকচকে পার্টি! তবে এসব সমালোচনায় কানও দিতে চান না আম্বানি পরিবারে। বরং শোনা যাচ্ছে, দেশের পর এবার লন্ডনেও ওয়েডিং পার্টি দেওয়ার বন্দোবস্ত করে ফেলেছেন তাঁরা।

[আরও পড়ুন: অনন্ত-রাধিকার সন্তানের অপেক্ষা! শুভেচ্ছা জানাতে গিয়ে এ কী মন্তব্য সলমনের? ]

তবে এত সবের মাঝে সোশাল মিডিয়ায় ভাইরাল হল অনন্ত আম্বানির ওয়েডিং স্পিচ। যেখানে তিনি বিয়েতে আসা অতিথিসহ গোটা দেশবাসীর কাছে একটা আবদার করলেন। সেটা পেলেই নাকি অনন্তের সব পাওয়া।

Advertisement

তা কী চাইলেন মুকেশ আম্বানিপুত্র অনন্ত?

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manav Manglani (@manav.manglani)

অনন্তের যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে তিনি বলেছেন, ”এই অনুষ্ঠানে সবাই হাজির হয়েছে। যাঁরা আমার দৈনদ্দিন জীবনের সঙ্গী। যাঁরা আমাকে মন থেকে ভালোবাসেন। এছাড়াও, গোটা দেশ এই বিয়ের স্বাক্ষী। সবাইকে ধন্যবাদ আমাকে শুভেচ্ছা জানানোর জন্য। আমি আপনাদের কাছ থেকে শুধু একটা জিনিসই আবদার করছি। আপনাদের থেকে শুধু চাই মন ভরা আশীর্বাদ। আপনাদের আশীর্বাদ পেলেই আমার ভবিষ্যত সুন্দর হয়ে উঠবে। আমাদের পরিবারের পাশে থাকবেন।”

গোটা বলিউড তো বটেই এমনকী পশ্চিমী বিনোদুনিয়ার গ্ল্যামারের ছটায় আলোকিত হল বিয়ের আসর। ছাদনাতলায় যাওয়ার আগে ঠাকুরদা ধীরুভাই আম্বানির থেকে আশীর্বাদ নেন অনন্ত। রীতি-রেওয়াজ মেনে মা নীতা আম্বানি ছেলের ‘শেহেরাবন্দি’ অনুষ্ঠান পালন করলেন। দাদা-বউদি আকাশ-শ্লোক এবং বোন-জামাই ইশা-আনন্দ সকলেই অনন্ত-রাধিকার বিয়েতে আগত অতিথিদের আপ্যায়ণে কড়া নজর রেখেছিলেন।

বারাণসীকে উৎসর্গ করে অনন্ত-রাধিকার বিয়ের থিম ছিল ‘অ্যান অড টু বারাণসী’। বিয়ের থিমের সঙ্গে মিলিয়ে গোলাপি পোশাকে সেজেছে আম্বানি পরিবার। অতিথি আপ্যায়ণেও বিশেষ মেন্যু। মা নীতা আম্বানির প্রিয় বারাণসী স্ট্রিট ফুড প্রাধান্য পেয়েছে এলাহি নৈশভোজের তালিকায়। বারাণসী স্পেশাল চাট, মিষ্টি, লস্যি, চা, খারি, পান এবং মুখসুদ্ধির মতো রকমারি পদ ছিল। ছেলের বরযাত্রীতে সোনার মঙ্গল প্রদীপ হাতে দেখা গিয়েছে নীতা আম্বানিকে। গত দেড় বছর ধরে অনন্ত-রাধিকার স্বপ্নের বিয়ের প্রস্তুতি চলছে। কখনও দেশে কখনও বিদেশে তারকাখচিত পার্টির ঝলক দেখে নেটপাড়া মজেছে। এবার জীবনের নতুন ইনিংস শুরু করলেন অনন্ত-রাধিকা।

[আরও পড়ুন: পরমব্রতর ফ্যান মোমেন্ট! কিংবদন্তি ওয়াসিম আক্রমের সঙ্গে দেখা, তার পর… ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement