Advertisement
Advertisement

Breaking News

Anant-Radhika Wedding

দেশের পর এবার লন্ডনে অনন্ত-রাধিকার ওয়েডিং পার্টি! কী কী হবে টেমস নদীর তীরে?

এই পার্টির নিমন্ত্রিত তালিকায় রয়েছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাও।

Anant Radhika Wedding: Ambanis to have a post-wedding bash in London
Published by: Akash Misra
  • Posted:July 17, 2024 10:13 am
  • Updated:July 17, 2024 4:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ হয়েও, যেন শেষ হয় না। গত ৯ মাস ধরে প্রিওয়েডিং পার্টি, সঙ্গীত, গায়ে হলুদ, এলাহি বিয়ে, রিসেপশনের পরেও অনন্ত-রাধিকার বিয়ের (Anant Radhika Wedding) পার্টি চলছে, চলবে। আর তাই মুম্বইয়ের পর এবার সোজা টেমস নদীর তীরে পৌঁছে গেলেন মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত। সূত্রের খবর, লন্ডনেই এবার এলাহি আয়োজনে হবে অনন্ত-রাধিকার পোস্ট ওয়েডিং পার্টি। ইতিমধ্যেই লন্ডনে উড়ে গিয়েছে নব দম্পতি। তবে পার্টি কবে? কোথায় হবে? তা এখনও জানা যায়নি। 

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, লন্ডনে আম্বানিদের প্রচুর আত্মীয় ও বন্ধুবান্ধব রয়েছেন। অনেকেই সেদেশ থেকে মুম্বইয়ের অনুষ্ঠানে আসতে পারেননি। সেই কারণেই লন্ডনের প্রিয়মানুষদের জন্য বিশেষ ব্যবস্থা আম্বানি পরিবারের। শোনা যাচ্ছে, এই পার্টির নিমন্ত্রিত তালিকায় রয়েছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাও।

Advertisement

[আরও পড়ুন: অনন্ত-রাধিকার সন্তানের অপেক্ষা! শুভেচ্ছা জানাতে গিয়ে এ কী মন্তব্য সলমনের? ]

গোটা বলিউড তো বটেই এমনকী পশ্চিমী বিনোদুনিয়ার গ্ল্যামারের ছটায় আলোকিত হল বিয়ের আসর। ছাদনাতলায় যাওয়ার আগে ঠাকুরদা ধীরুভাই আম্বানির থেকে আশীর্বাদ নেন অনন্ত। রীতি-রেওয়াজ মেনে মা নীতা আম্বানি ছেলের ‘শেহেরাবন্দি’ অনুষ্ঠান পালন করলেন। দাদা-বউদি আকাশ-শ্লোক এবং বোন-জামাই ইশা-আনন্দ সকলেই অনন্ত-রাধিকার বিয়েতে আগত অতিথিদের আপ্যায়ণে কড়া নজর রেখেছিলেন।

বারাণসীকে উৎসর্গ করে অনন্ত-রাধিকার বিয়ের থিম ছিল ‘অ্যান অড টু বারাণসী’। বিয়ের থিমের সঙ্গে মিলিয়ে গোলাপি পোশাকে সেজেছে আম্বানি পরিবার। অতিথি আপ্যায়ণেও বিশেষ মেন্যু। মা নীতা আম্বানির প্রিয় বারাণসী স্ট্রিট ফুড প্রাধান্য পেয়েছে এলাহি নৈশভোজের তালিকায়। বারাণসী স্পেশাল চাট, মিষ্টি, লস্যি, চা, খারি, পান এবং মুখসুদ্ধির মতো রকমারি পদ ছিল। ছেলের বরযাত্রীতে সোনার মঙ্গল প্রদীপ হাতে দেখা গিয়েছে নীতা আম্বানিকে। গত দেড় বছর ধরে অনন্ত-রাধিকার স্বপ্নের বিয়ের প্রস্তুতি চলছে। কখনও দেশে কখনও বিদেশে তারকাখচিত পার্টির ঝলক দেখে নেটপাড়া মজেছে। এবার জীবনের নতুন ইনিংস শুরু করলেন অনন্ত-রাধিকা।

[আরও পড়ুন: পরমব্রতর ফ্যান মোমেন্ট! কিংবদন্তি ওয়াসিম আক্রমের সঙ্গে দেখা, তার পর… ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement