Advertisement
Advertisement

Breaking News

Anant Ambani-Radhika Merchant Reception

Anant Ambani Reception: এক ফ্রেমে রাইমা-শাশ্বত, যশ-নুসরত! আম্বানি জলসায় রুক্মিণীও

আম্বানিদের রেড কার্পেটে টলিউড।

Anant Ambani-Radhika Merchant Reception: Rukmini Maitra, Saswata, Raima, Yash, Nusrat attends

ছবি- সংবাদ প্রতিদিন

Published by: Sandipta Bhanja
  • Posted:July 14, 2024 5:45 pm
  • Updated:July 14, 2024 11:28 pm  

রাজনীতি থেকে গ্ল্যামার ইন্ডাস্ট্রি, বিশ্বের তাবড় ব্যক্তিত্বদের উপস্থিতিতে ১২ জুলাই, শুক্রবার অনন্ত-রাধিকার চার হাত এক হয়েছে। তিন দিনব্যাপী এহেন রাজকীয় বিয়ের অনুষ্ঠানের সাক্ষী গোটা ভূ-ভারত। বিয়ের দিন নবদম্পতিকে আশীর্বাদ করে আসেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। শনিবার ‘শুভ আশীর্বাদ’ অর্থাৎ বধূবরণের অনুষ্ঠানেও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে সাধু-সন্তরা এসে নবদম্পতি আশীর্বাদ করে গিয়েছেন। প্রাকবিবাহ থেকে বিয়ের প্রতিটি অনুষ্ঠানে একছাদের তলায় বলিউড-হলিউডকে নিয়ে এসেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও নীতা আম্বানি। সেই চমক যে রিসেপশনের রাতেও বাদ যাবে না, তা হলফ করে বলা যায়। সাধ করে যে অনুষ্ঠানের নাম আম্বানিরা রেখেছেন ‘মঙ্গল উৎসব’। আম্বানিদের মেগাবাজেট রিসেপশনের লাল গালিচায় আজ কারা বাজিমাত করছেন? সেদিকে নজর গোটা দেশের। অনন্ত-রাধিকার রাজকীয় রিসেপশনে রবিবাসরীয় মজলিশের প্রতিটা মুহূর্তের সাক্ষী থাকুন সংবাদ প্রতিদিন ডিজিটাল-এ।

রাত ১১.০০: আম্বানি জলসায় রুক্মিণী মৈত্র। 

Advertisement

রাত ১০.৫০: রিসেপশন ভেন্যুতে অর্জুন কাপুর। পরনে কালো শেরওয়ানি। 

রাত ১০.৩০: আম্বানিদের মঙ্গল উৎসবে রং মিলান্তি দুধ সাদা সাজপোশাকে পৌঁছলেন নবদম্পতি জ্যাকি ভাগনানি এবং রকুলপ্রীত সিং। 

রাত ১০.১৫: প্রাক-বিবাহ, বিয়ে থেকে বধূবরণ সব অনুষ্ঠানেই চমক দিয়েছেন আম্বানিদের বউমা। রাধিকা মার্চেন্টের রিসেপশন লুক দেখার কৌতূহল ছিল রবিবার সকাল থেকেই। ডলসে গাব্বানার পোশাকে সাজলেন রাধিকা। ফাঁস হল ছবি। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Filmfare (@filmfare)

রাত ১০.০০: রাজকীয় রিসেপশনে করণ সিং গ্রুভার এবং বিপাশা বসু। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Filmfare (@filmfare)

রাত ৯.৫৫: অনন্ত-রাধিকার মঙ্গল উৎসবে কালো লেহেঙ্গায় তামান্না ভাটিয়া। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Filmfare (@filmfare)

রাত ৯.৫০: রেড কার্পেটে পত্রলেখা-রাজকুমার। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Filmfare (@filmfare)

রাত ৯.৪৫: ছেলে টাইগার শ্রফের সঙ্গে রিসেপশন ভেন্যুতে এলেন জ্যাকি শ্রফ। এখানেও প্রবীণ অভিনেতার হাতে গাছ। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Filmfare (@filmfare)

রাত ৯.৪২: অনন্ত-রাধিকার মঙ্গল উৎসবের আসরে গোবিন্দা, অনু মালিক, সস্ত্রীক বোমান ইরানি। দেখুন সকলের ভিডিও। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Filmfare (@filmfare)

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Filmfare (@filmfare)

রাত ৯.৩২: স্ত্রী রিভাবার হাত ধরে ঢুকলেন রবীন্দ্র জাদেজা। 

রাত ৯.৩১: রেড কার্পেটে ববি দেওল। করজোরে পাপারাজ্জিদের নমস্কার করে অভিবাদন জানালেন। মিষ্টি ভিডিও প্রকাশ্যে। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by F I L M Y G Y A N (@filmygyan)

রাত ৯.৩১: মঙ্গল উৎসব থেকে ফাঁস নবদম্পতি অনন্ত-রাধিকার রিসেপশন লুক। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ambani Family (@ambani_update)

রাত ৯.০০: অনন্ত-রাধিকার রিসেপশনে একফ্রেমে একটুকরো কলকাতা। ‘সেন সিস্টার্স’ রিয়া-রাইমা, শাশ্বত চট্টোপাধ্যায়। সঙ্গে সংবাদ প্রতিদিন-এর প্রধান সম্পাদক সৃঞ্জয় বোস। 

Anant Ambani-Radhika Merchant Reception LIVE Updates: Tollywood star Saswata, Raima, Ria, Yash, Nusrat at Ambanis' Mangal Utsav

রাত ৮.৫০: আম্বানিদের রিসেপশনে রাইমা সেন, শাশ্বত চট্টোপাধ্যায়। ধুতি পাঞ্জাবিতে শাশ্বত, আর মা মুনমুন সেনের শাড়িতে সাজলেন রাইমা। সঙ্গে সংবাদ প্রতিদিন-এর প্রধান সম্পাদক সৃঞ্জয় বোস। 

রাত ৮.৪৯: আম্বানিদের রেড কার্পেটে টলিউড তারকাজুটি যশ-নুসরত। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Filmfare (@filmfare)

সন্ধে ৭.৫০: অনন্ত-রাধিকার মঙ্গল উৎসবে জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার পৌঁছলেন বাইচুং ভুটিয়া। দেখুন ভিডিও। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Filmfare (@filmfare)

সন্ধে ৭.০১: আন্তেলিয়ার বাইরে অনন্ত আম্বানি। সেজেগুজে রিসেপশন ভেন্যুর উদ্দেশে রওনা হলেন। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Snehkumar Zala (@snehzala)

সন্ধে ৭.০০: আম্বানিদের মঙ্গল উৎসবে গায়ক-অভিনেতা কেশরী লাল যাদব। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Henil Gala (@henilgala_97)

সন্ধে ৬.০৩: ভারত ছাড়ার আগে ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে ছবি শেয়ার করে বচ্চনবধূকে ‘ক্যুইন’ সম্বোধন কিম কার্দাশিয়ানের। 

সন্ধে ৬.০১: চর্চায় বিয়ের দিন অনন্ত-রাধিকার সঙ্গে মহেন্দ্র সিং ধোনির মিষ্টি ছবি। আম্বানিদের নববধূকে বুকে টেনে নিলেন ‘ধোনি ভাইয়া’। রিসেপশনের প্রাক্কালে সেই ছবি ভাইরাল। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by M S Dhoni (@mahi7781)

সন্ধে ৬.০০: সূত্রের খবর, তিন দিন ব্যাপী অনুষ্ঠানের পর এক সপ্তাহ বাদেই সপরিবারে লন্ডনে উড়ে যাবেন নীতা-মুকেশ আম্বানি। সেখানে আরও একবার সেলিব্রেশন হবে। যোগ দেবেন আম্বানি পরিবারের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরাও। 

বিকেল ৫.১৫: জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার থেকে ফাঁস ‘মঙ্গল উৎসব’-এর থিম। গোলাপী আভায় সেজে উঠেছে আসর। ভেন্যুর ব্যাকড্রপে ভক্তিগীতির লাইন লেখা।

বিকেল ৫.০০: আন্তেলিয়া থেকে জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার, বিকেসির উদ্দেশে রওনা হলেন আম্বানি পরিবার।

বিকেল ৪.৪৫: শুরু অনন্ত-রাধিকার ‘মঙ্গল উৎসব’-এর প্রস্তুতি। বধূবরণের রেশ কাটিয়ে আম্বানি পরিবার রিসেপশন অনুষ্ঠানের জন্য প্রস্তুত।

বিকেল ৪.০০: আম্বানিদের মেগাবাজেট রিসেপশনে যোগ দিচ্ছেন না শাহরুখ খান এবং ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ। খবরে সিলমোহর।

বিকেল ৩.৪৫: আম্বানিদের দু দিন ব্যাপী অনুষ্ঠানের লাল গালিচায় বাজিমাত করার পর ভারত থেকে নিজগন্তব্যে রওনা হলেন কার্দাশিয়ান সিস্টার্স। কিম কার্দাশিয়ান যোগ দিচ্ছেন না রিসেপশনে।

Kim-Khloe

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement