Advertisement
Advertisement

Breaking News

Shah Rukh Khan

অসুস্থতাকে বুড়ো আঙুল! আম্বানিদের গ্র্যান্ড পার্টিতে যোগ দিতে সপরিবারে ইটালিতে শাহরুখ

বৃহস্পতিবার কালিনা বিমানবন্দর থেকে ভাইরাল কিং খানের মুম্বই ছাড়ার ভিডিও।

Anant Ambani-Radhika Merchant 2nd pre-wedding bash: Shah Rukh Khan leaves with family
Published by: Sandipta Bhanja
  • Posted:May 30, 2024 6:00 pm
  • Updated:May 30, 2024 6:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খবর আগেই ছিল যে, অনন্ত-রাধিকার দ্বিতীয় দফার তিন দিন ব্যাপী প্রি-ওয়েডিং সেলিব্রেশনে সপরিবার শাহরুখ খানকে আমন্ত্রণ জানানো হয়েছে আম্বানিদের তরফে। তবে আইপিএল ফাইনালের আগে অসুস্থ হয়ে পড়ায় বাদশা সেখানে যোগ দেবেন কিনা, সেই নিয়ে ধন্দ তৈরি হয়েছিল। যদিও নাইটদের জয়ে চিপকে গত রবিবার ‘কুল’ ইমেজে ধরা দিয়েছিলেন কিং খান। তবে ইটালিতে যাবেন কিনা, সেই ধোঁয়াশা কাটল বৃহস্পতিবার বিকেলে। সপরিবারে ইটালির উদ্দেশে রওনা হলেন শাহরুখ খান।

মাত্র আট দিন আগেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে। চব্বিশ ঘণ্টা বাদে হাসপাতাল থেকে ছাড়া পেলেও চিকিৎসকদের কড়া পরামর্শ ছিল, তিনি যে আপাতত বিশ্রামে থাকেন। যদিও গত শনিবার কড়া নিরাপত্তায় মুড়ে চেন্নাইয়ে আইপিএল ফাইনাল ম্যাচে হাজির ছিলেন নাইটদের তাতাতে। আর কেকেআরের হাতে চ্যাম্পিয়ন ট্রফি উঠতেই বাদশাকে স্বমহিমায় চিপকের ময়দানে রাজত্ব করতে দেখা যায়। ঠিক তিন দিনের মাথাতেই আম্বানিদের গ্র্যান্ড ক্রুজ পার্টিতে অংশ নিতে সপরিবারে ইউরোপের উদ্দেশে রওনা হলেন শাহরুখ খান। বৃহস্পতিবার কালিনা বিমানবন্দর থেকে ভাইরাল কিং খানের মুম্বই ছাড়ার ভিডিও। তবে এদিনও পাপারাজ্জিদের এড়িয়ে গেলেন তিনি। যে শাহরুখকে কিনা এযাবৎকাল ফটোশিকারীদের সঙ্গে বন্ধুবৎসল মেজাজেই দেখা গিয়েছে, এদিন কোনও অভিবাদনও জানাতে দেখা গেল না তাঁকে। বরং ক্যামেরা এড়িয়ে গেলেন। সঙ্গে ছিলেন স্ত্রী গৌরী খান, মেয়ে সুহানা, দুই ছেলে আরিয়ান, অ্যাব্রামও। দেখা গেল শাহরুখের ম্যানেজার পূজা দাদলানিকেও।

Advertisement

[আরও পড়ুন: ‘তোমার না থাকার শূন্যতা…’, মার্কিন মুলুকে বসে ঋতু-স্মরণে ঋতুপর্ণা]

জামনগরে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং (Anant-Radhika pre-wedding) সাড়া ফেলে দিয়েছিল গোটা বিশ্বে। হাজির ছিলেন দেশ-বিদেশের তাবড় সেলিব্রিটিরা। আরও একবার সেই জাঁকজমকপূর্ণ প্রি-ওয়েডিং সেলিব্রেশনে মেতে উঠবে আম্বানি পরিবার। তবে এবার আর দেশের মাটিতে নয়, ইটালিতে বসবে প্রি-ওয়েডিং সেলিব্রেশনের আসর। সেই গ্র্যান্ড ক্রুজ পার্টিতে অংশ নিতে সোমবার সাত সকালেই ইটালির উদ্দেশে রওনা হয়ে গিয়েছেন রণবীর-আলিয়া, সলমন খান, রণবীর সিংরা। এবার সপরিবারে উড়ে গেলেন শাহরুখ খান।

[আরও পড়ুন: ‘পুরো ফাটাফাটি’, হ্যান্ডসাম দেবের অভিনয়ে মুগ্ধ স্বস্তিকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement