Advertisement
Advertisement

Breaking News

Khadaan

‘কিশোরী- দ্য টেস্ট অফ বেঙ্গল’, ‘খাদান’ সাফল্যে আমূল-এর প্রয়াসে উচ্ছ্বসিত দেব-নিসপাল

বাংলা কাঁপিয়ে এবার জাতীয় স্তরে 'খাদান'।

Amul's tribute to Dev's Khadaan, ad on Kishori goes viral
Published by: Sandipta Bhanja
  • Posted:January 3, 2025 3:45 pm
  • Updated:January 3, 2025 3:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিউডের বক্স অফিসে ‘খাদান’-(Khadaan) এর দাবানল। কমার্শিয়াল সিনেমার হৃতগৌরব পুনরুদ্ধার করে বাংলার বুকজুড়ে বিজয়রথ ছুটিয়েছেন দেব (Dev)। আর সেই ‘রাজার রাজা’ এবার বাংলার বক্স অফিস কাঁপিয়ে জাতীয় স্তরে মুক্তি পেল। ৩ জানুয়ারি, শুক্রবার থেকে মুম্বই, পুণে-সহ দেশের আরও ৯টি রাজ্যের প্রেক্ষাগৃহে ‘খাদান’ রিলিজ করল। আর বক্স অফিস সাফল্যের মাঝেই ছবির মুকুটে জুড়ল আরেকটি নতুন পালক।

আমূল-এর বিজ্ঞাপনী আঁকায় ফুটে উঠল ‘খাদান’-এর ‘কিশোরী’ গানের দৃশ্য। দেব-ইধিকার রসায়নের থেকেও সেই গান মন জয় করে নিয়েছে বাংলার বিভিন্ন প্রান্তের মানুষের কাছে। নববর্ষের রাতেও এদিক-ওদিক কান পাতলেই শোনা গিয়েছে ‘কিশোরী’র ধুন। এবার জাতীয় খাদ্যপ্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনে ঠাঁই পেল সেই গানের ঝলক। প্রকৃত অর্থেই ‘কিশোরী’ হয়ে উঠল ‘দ্য টেস্ট অফ বেঙ্গল’। রঙিন ক্যানভাসে মধু আর তার প্রেমিকার নাচের ভঙ্গী। যা দেখে উচ্ছ্বসিত দেব এবং নিসপাল সিং তো বটেই এমনকী সুপারস্টারের অনুরাগীরাও। দুই প্রযোজনা সংস্থার তরফেই শেয়ার করা হয়েছে আমূল-এর বিজ্ঞাপন।

Advertisement

প্রসঙ্গত, বৃহস্পতিবার অরুণ রায়কে চোখের জলে বিদায় জানিয়ে ভারাক্রান্ত হৃদয়েই ‘খাদান’-এর স্পেশাল স্ক্রিনিংয়ে পৌঁছে গিয়েছিলেন দেব-রুক্মিণী। সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। যাঁরা সুজিত রিনো দত্তর ডেবিউ ছবি দেখে প্রশংসায় ভরিয়েছেন মাস কমার্শিয়াল সিনেমা উপহার দেওয়ার জন্য। আর সেটাই যেন দেব-রুক্মিণীর মন খারাপের ওষুধ হিসেবে কাজ করে গেল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement