Advertisement
Advertisement
অমিতাভ বচ্চন

হ্যাকারদের কারসাজি, বিগ বি’র প্রোফাইল থেকে ভারত-বিরোধী টুইট!

তুরস্কের এই হ্যাকার গ্রুপ শাহিদ কাপুর এবং অনুপম খেরের টুইটার অ্যাকাউন্টও হ্যাক করেছিল।

Amitabh Bachchan's twitter account has been hacked
Published by: Sandipta Bhanja
  • Posted:June 11, 2019 1:16 pm
  • Updated:June 11, 2019 1:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অমিতাভ বচ্চনের টুইটার প্রোফাইল পিকচারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি! দেখে চমকে গিয়েছিলেন অনেকেই। যাওয়াটাই স্বাভাবিক! টুইটারে সাধারণত বিগ বি বেশ সক্রিয়, তা সবাই জানেন। আর তাঁর মতো দেশভক্ত সেলিব্রিটির টুইটার প্রোফাইল পিকচারে কি না পাকিস্তানের প্রধানমন্ত্রীর ছবি! হ্যাঁ, সোমবার এমনভাবেই দেখা গেল সিনিয়র বচ্চনের টুইটার প্রোফাইল। কারণ, হ্যাক হয়ে গিয়েছে অমিতাভ বচ্চনের টুইটার। তবে শুধু প্রোফাইল পিকচার পরিবর্তন করেই ক্ষান্ত থাকেনি হ্যাকাররা। সেখান থেকে একাধিক পোস্টও করা হয়েছে। তার মধ্যে থেকেই এক ভারত বিরোধী পোস্ট নজরে আসায় এদিন উত্তাল হয়ে উঠেছিল ওয়েবদুনিয়া।

[আরও পড়ুন: দলিত-ব্রাহ্মণ ভেদাভেদ নিয়ে ছবি! মুক্তি আটকাতে মামলা ‘আর্টিকল ১৫’-এর বিরুদ্ধে]

Advertisement

সোমবার রাতে হ্যাক হয়েছিল বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের টুইটার অ্যাকাউন্ট। এই কাণ্ডের নেপথ্যে উঠে এসেছে
তুরস্কের একটি হ্যাকার গ্রুপ ‘আয়িলদিজ টিম’-এর নাম। সিনিয়র বচ্চনের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করার পর প্রথমেই তাঁর
প্রোফাইল ছবিটি বদলে দেওয়া হয়। শুধু তাই নয়, পরিবর্তন করা হয়েছিল টুইটার প্রোফাইলের ‘বায়ো’-ও। সেখানে দেখা
গিয়েছে ‘লাভ পাকিস্তান’ লেখা এবং তুরস্কের পতাকা। প্রথম পোস্টে তুরস্কের ফুটবলারদের প্রতি আইসল্যান্ডের আচরণের নিন্দা
করতে দেখা গিয়েছে। আর পরের পোস্টে তো সরাসরি ভারত বিরোধী মন্তব্য করা হয়। ‘‘ভারত এই রমজান মাসে মুসলিমদের
উপর অত্যাচার করছে। মহম্মদের বিরুদ্ধে অত্যাচার করা হচ্ছে। আমরা এর বিরুদ্ধে সবার সমর্থন চাইছি,’’ এমনটাই লেখাছিল
ভারত-বিরোধী ওই পোস্টে। এছাড়াও, ইমরান খানকে ভালবাসি গোছের কথাবার্তাও লেখা ছিল।

[আরও পড়ুন: হাত থেকে বেরিয়ে গেল ‘ডন ৩’! শাহরুখের রোল এবার রণবীরের ঝুলিতে?]

এই ঘটনার পরই মুম্বই পুলিশের কাছে অভিযোগ জানান বলিউড বাদশা। সংবাদমাধ্যমকেও নিজের টুইটার অ্যাকাউন্ট হ্যাকের
খবরও যত শীঘ্র সম্ভব হয়েছে জানিয়ে দিয়েছেন। এই ঘটনা নিয়ে মুম্বই পুলিশের জনসংযোগ আধিকারিক এক সংবাদ সংস্থাকে
জানান, ‘‘অমিতাভ বচ্চনের হ্যাক হয়ে যাওয়া টুইটার অ্যাকাউন্ট উদ্ধারের চেষ্টা চলছে। মহারাষ্ট্রের সাইবার ইউনিটকে জানানো
হয়েছে। তারা বিষয়টি নিয়ে তদন্ত করছে।’’ প্রসঙ্গত, অমিতাভের আগে অভিনেতা শাহিদ কাপুর এবং অনুপম খেরের টুইটার
অ্যাকাউন্ট হ্যাক করেছিল এই একই হ্যাকার গ্রুপ। তবে, মুম্বই পুলিশের তৎপরতায় মঙ্গলবার ফের স্বাভাবিক ছন্দে ফিরল বিগ
বির টুইটার অ্যাকাউন্ট। মঙ্গলবার সকাল থেকে অমিতাভ তাঁর নিজস্ব লেখনীভঙ্গিতে ৪টি পোস্টও করেছেন। তবে বারবার এই
একই হ্যাকার গ্রুপ থেকে ভারতীয় সেলেবদের টুইটার হ্যাক যাওয়ায় বেশ চিন্তায় পড়েছেন বলিমহলের অনেকেই।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement