Advertisement
Advertisement
Amitabh Bachchan

জয়ার জন্মদিনে এলাহি পার্টি, ঐশ্বর্য কি থাকছেন? সবটা জানালেন অমিতাভ

জয়া-ঐশ্বর্যর তিক্ত সম্পর্কের কথা বার বার শোনা যায়।

Amitabh Bachchan's 'quiet family midnight bring-in' for Jaya Bachchan’s birthday
Published by: Akash Misra
  • Posted:April 9, 2024 6:12 pm
  • Updated:April 9, 2024 6:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার ৭৬-এ পা দিলেন জয়া বচ্চন। জয়ার জন্মদিনে বচ্চনের বাংলো ‘জলসা’য় এলাহি ব্যবস্থা। তা অশান্তি ভুলে শাশুড়ি জয়ার জন্মদিনের পার্টিতে কি অংশ নিলেন ঐশ্বর্য?

স্ত্রী জয়ার জন্মদিনে নিজের ব্লগে লম্বা একটা পোস্ট করেছেন বিগ বি। অমিতাভ লিখেছেন, ”৯ তারিখ মধ্যরাত থেকেই পরিবারের সঙ্গে সেলিব্রেশন শুরু। কারণ আজ আমার অর্ধাঙ্গিনীর জন্মদিন।”

Advertisement

অমিতাভ তাঁর এই ব্লগে পরিবারের সঙ্গে থাকার কথা লিখেছেন। তবে স্পষ্ট করেননি ঐশ্বর্য থাকছেন কিনা। অন্যদিকে, গুঞ্জনে রয়েছে ঐশ্বর্য নাকি মুম্বই ছেড়ে দুবাইয়ে রয়েছেন। তবে এই নিয়ে মুখ খোলেননি বচ্চন পরিবারের কেউই।

গত বছর থেকেই বচ্চন পরিবারে অশান্তির খবর শোনা যাচ্ছে। মেয়ে শ্বেতার সঙ্গে দিওয়ালির পুজো করতে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চনকে। এদিকে ঐশ্বর্য তখন মেয়ে আরাধ্যাকে নিয়ে মুম্বই ছাড়ছিলেন। এতেই বচ্চন পরিবারের ভাঙনের জল্পনা মাথাচাড়া দিয়ে ওঠে। এর পরই আবার শোনা যায়, নিজের বিলাসবহুল বাংলো প্রতীক্ষা মেয়ে শ্বেতার নামে করে দিয়েছেন বিগ বি। তাতে নাকি অশান্তি আরও বাড়ে। গুঞ্জন, শ্বাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতার সঙ্গে নাকি একেবারেই বনিবনা নেই ঐশ্বর্যর। তাই প্রাক্তন বিশ্বসুন্দরীর বেশিরভাগ সময় বাপের বাড়িতেই কাটে।

[আরও পড়ুন: কলকাতায় পা রেখে কী দেখে মুগ্ধ হলেন কার্তিক আরিয়ান? নিজেই শেয়ার করলেন ভিডিও]

যদিও এমন রটনা নিয়ে এখনও পর্যন্ত বচ্চন পরিবারের কেউ মুখ খোলেননি। আবার শ্বেতা নন্দা-সহ গোটা বচ্চন পরিবারকেই অগস্ত্য-সুহানার ‘দ্য আর্চিস’ সিনেমার স্ক্রিনিংয়ে দেখা গিয়েছিল। প্রো-কবাডি লিগে অভিষেক, ঐশ্বর্য, আরাধ্যার পাশে বিগ বিকেও দেখা যায়। কিন্তু তাতেও মনোমালিন্যর জল্পনা থামেনি। বারবার জয়া-ঐশ্বর্যর তিক্ততার কথা শোনা গিয়েছে।

[আরও পড়ুন: পোলাও-মাংস থেকে নাচোস ঘুগনি, সেজওয়ান ফুচকার ফিউশন পাবেন এই পয়লা বৈশাখে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement