Advertisement
Advertisement

Breaking News

Amitabh Bachchan

‘বিশ্বকাপ হারার সব দায় আপনার!’, ইঙ্গিতপূর্ণ টুইটের পর ফের নোংরা আক্রমণের শিকার অমিতাভ

মুখ খোলাই কাল হল বিগ বির!

Amitabh Bachchan's Cryptic Post Goes VIRAL After India Loses World Cup 2023 Final | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:November 20, 2023 10:11 am
  • Updated:November 20, 2023 10:19 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের ফাইনাল ম্যাচের দিন দুয়েক আগে থেকেই এক্স হ্যান্ডেলে ট্রেন্ডিং অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। তিনি নাকি খেলা দেখলে ভারত কখনও জেতেনি! নিজেমুখেই একথা স্বীকার করে বেজায় বিপাকে পড়েছেন সিনিয়র বচ্চন। ফাইনাল ম্যাচের আগের রাতেও মুহর্মুহু হুঁশিয়ারি গিয়েছে তাঁর কাছে যে তিনি যেন ফাইনাল ম্যাচ না দেখেন! এবার ব্যর্থতার পর সেই রোষ যেন আরও দ্বিগুণ বেড়ে গেল।

শনিবার ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চ থেকেই টিম ইন্ডিয়াকে বিশেষ শুভেচ্ছাবার্তা পাঠান অমিতাভ বচ্চন। যে ভিডিও ভাইরাল হতেই নেটপাড়া ‘অপয়া’ বলে আক্রমণ করে ম্যাচ না দেখার হুঁশিয়ারি দিয়েছিল। তার মাঝেই অমিতাভ টুইট করেছিলেন- “এখনও ভাবছি যাব কি না!” কারণ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে বিগ বিকে গোল্ড কার্ড পাঠানো হয়েছিল। তবে রবিবার গ্যালারিতে তাঁকে দেখা যায়নি। এদিন মেগা ফাইনালের আগে প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফরও অভিষেক বচ্চনকে বলেন, “তোমার আজকে একটাই দায়িত্ব ভাই…।” এবার ভারত অজি বাহিনীর কাছে হারার পর সেই রোষ আরও বাড়ল।

Advertisement

[আরও পড়ুন: ব্যর্থতার পর অনুষ্কার বাহুডোরে বিরাট, প্রতিবেশী দম্পতিকে সান্ত্বনা ক্যাটরিনার! কী বললেন?]

এদিন ভারতের হাত থেকে যখন ম্যাচ প্রায় বেরিয়ে গিয়েছে, তখন এক ইঙ্গিতপূর্ণ টুইট করেন অমিতাভ। এক্স হ্যান্ডেলে লেখেন, “কিছু তো হল না!” এর পরই লাগাতার আক্রমণাত্মক টুইটের বন্যা বয়ে যায় নেটপাড়ায়। কারও মন্তব্য, ‘ভারত তো আপনার জন্যই হারল।’ আবার কেউ বললেন, ‘বিশ্বকাপ হারার সব দায় আপনার!’ কেউ বা বললেন, ‘আপনি তো বললেন যে খেলা দেখলে টিম ইন্ডিয়া হারবে। তাহলে কেন ঝুঁকি বাড়ালেন খেলাটা দেখে…?’  এক্স হ্যান্ডেলে বিগ বির ওই নতুন টুইটই যেন কাল হল! তেলেবেগুনে জ্বলে উঠল নেটাপাড়া। তবে সোমবার সকালে টিম ইন্ডিয়ার ভরসা জোগাতে নতুন টুইট করেন বিগ বি।  

[আরও পড়ুন: ফাইনাল ম্যাচে জুটিতে হাজির সলমন-ক্যাটরিনা, ‘বউদি ভিকি কোথায়?’, খোঁচা দিয়ে প্রশ্ন নেটপাড়ার!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement