Advertisement
Advertisement

Breaking News

Amitabh Prosenjit Kakababu

‘কাকাবাবু’র ট্রেলার দেখে মুগ্ধ অমিতাভ বচ্চন, প্রিয় ‘বুম্বা’কে কী লিখলেন বিগ বি?

ফেব্রুয়ারির শুরুতেই বড়পর্দায় মুক্তি পাচ্ছে ছবিটি।

Amitabh Bachchan tweeting about Prosenjit Chatterjee's Kakababur Protyaborton | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:January 25, 2022 12:52 pm
  • Updated:January 25, 2022 7:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফেব্রুয়ারির শুরুতেই বড়পর্দায় মুক্তি পাচ্ছে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ (Kakababur Protyaborton )। ছবির ট্রেলার দেখে মুগ্ধ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। টুইটারে শেয়ার করলেন ভিডিও। আর প্রিয় ‘বুম্বা’কে জানালেন শুভকামনা। 

Kakababur Protyaborton Trailer : Prosenjit Chatterjee starrer Srijit Mukherji derected movie coming to the cinemas on the 4th of February 2022 | Sangbad Pratidin

Advertisement

মঙ্গলবার টুইটারে ট্রেলার শেয়ার করে “প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বুম্বা…  শুভকামনা। ৪ ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন মুক্তি পাচ্ছে জাতীয় পুরস্কারজয়ী পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নতুন সিনেমা কাকাবাবুর প্রত্যাবর্তন।”

[আরও পড়ুন: রবীন্দ্রসংগীত গাইতে গিয়ে মঞ্চে ‘ধন ধান্য পুষ্প ভরা’ গাইলেন ইন্দ্রাণী হালদার, হেসে খুন নেটিজেনরা]

‘জঙ্গলের মধ্যে এক হোটেল’। সুনীল গঙ্গোপাধ্যায়ের এই কাহিনি নিয়েই তৈরি ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) অভিনীত ছবির টিজার আগেই প্রকাশ্যে এসেছিল। পরে প্রকাশিত হয় ট্রেলার। শুধু পরিচালনা নয়, এই ছবিতে অভিনয়ও করেছেন সৃজিত মুখোপাধ্যায়। ট্রেলারেই দেখা গিয়েছে সেই ঝলক। 

Srijit Mukherji

সন্তুর চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান ভৌমিক।এছাড়াও অমল রায়ের ভূমিকায় রয়েছেন অনির্বাণ চক্রবর্তী।  করোনা পরিস্থিতির জেরে লকডাউন শুরু হওয়ার ঠিক আগেই আফ্রিকায় ছবির শুটিং করতে গিয়েছিলেন প্রসেনজিৎ, আরিয়ান, অনির্বাণরা। লকডাউন শুরু হতেই গোটা টিমকে ফিরে আসতে হয়। ফিরে আসার পর পরিচালক সৃজিত জানান, সৌভাগ্যক্রমে শুটিং তাঁরা শেষ করতে পেরেছিলেন। পরে কলকাতাতেই ছবির পোস্ট প্রোডাকশনের কাজ হয়। কোভিড (Coronavirus) পরিস্থিতিতে অনেক প্রযোজনা সংস্থাই OTT রিলিজের পথে হেঁটেছেন। কিন্তু ‘কাকাবাবু’র মতো সিনেমা হলের জন্যই তৈরি। সেকথা মাথায় রেখেই প্রযোজনা সংস্থা SVF উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিল।

Kakababur Protyaborton

২০১৭ সালে মুক্তি পেয়েছিল ‘ইয়েতি অভিযান’। তার প্রায় তিন বছর পর কাকাবাবুর সাজে ফেরেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রত্যেকবারই রাজা রায়চৌধুরীর চরিত্রে তাঁর কাছ থেকে নতুন কিছু পেয়েছেন দর্শকরা। এবারও সেই প্রত্যাশাই রয়েছে।

[আরও পড়ুন: মসুর ডালে মেশানো সর্বনাশা পাউডার! ভেজাল কারবার চালানোয় ব্যবসায়ীকে গ্রেপ্তার করল EB]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement