Advertisement
Advertisement
Amitabh Bachchan

‘বুঢঢা হোগা তেরা বাপ’, ৮২-র অমিতাভের তাইকোন্ডো দেখে তাজ্জব নেটপাড়া

কেবিসি-র সেট থেকে ফাঁস বিগ বির ভিডিও।

Amitabh Bachchan tries taekwondo kicks, Fans are awestruck
Published by: Sandipta Bhanja
  • Posted:November 17, 2024 5:40 pm
  • Updated:November 17, 2024 5:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স যেন নেহাতই তাঁর কাছে অঙ্ক মাত্র! ৮২ বসন্ত পার। কিন্তু বুড়ো হাড়েও নবীন প্রজন্মের অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে চলেছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। অশীতিপর এই মেগাস্টারের অসীম এনার্জির কাছে নতজানু সকলেই। আর ঠিক সেই কারণেই বিগ বি বলিউডের নবীন প্রজন্মের কাছে এক আদর্শ, এক অনুপ্রেরণার নাম। এবার প্রবীণ সুপারস্টারের তাইকোন্ডোর মারপ্যাঁচ দেখে তাজ্জব নেটপাড়া!

কোথায় ঘটালেন এমন কাণ্ড বিগ বি?
‘কৌন বনেগা ক্রোড়পতি’ সিজন ১৬-র এক কিশোরী প্রতিযোগীর কথা শুনেই অমিতাভ তাকে জোর করেন তাইকোন্ডো কীভাবে করে, সেই কায়দা দেখানোর জন্য। ক্যামেরার সামনে সেই প্রতিযোগী প্রথমটায় লজ্জা পেলেও পরে অমিতাভ বচ্চনের জোরাজুরিতেই তাইকোন্ডোর মারপ্যাঁচ দেখায়। আর তা দেখে বিগ বি-ও থেমে থাকলেন না। শূন্যে পা তুলে তাইকোন্ডো করার ভঙ্গি দেখান। আর সেই মুহূর্তই আপাতত নেটপাড়ার চর্চার শিরোনামে।

Advertisement

অনুরাগীদের কথায়, ‘৮২ বছর বয়সেও এতটা ফিট! দারুণ।’ কেউ বলছেন, ‘বিগ বি আবারও প্রমাণ করে দিলেন কেন এই বয়সেও তিনি এগিয়ে বলিউডের অন্যদের থেকে।’ কারও মন্তব্য, ‘এই বয়সেও এতটা এনার্জি! অনুপ্রেরণা পেলাম।’ অনুরাগীদের একাংশের প্রার্থনা, ‘আপনি এভাবেই বাকি জীবনটা কাটিয়ে দিন। রকস্টার।’ অমিতাভ বচ্চন আসলে এমনই একজন মানুষ। অস্ত্রোপচার, অসুস্থতা, এত ঝড়-ঝাপটা কোনও কিছুই তাঁকে দমিয়ে রাখতে পারেনি। এই বয়সে আজও তাঁর কাছে কর্মই ধর্ম। চিরতরুণদের মতোই এনার্জি তাঁর। সেটে পাল্লা দিয়ে ছুটে বেড়ান সকলের সঙ্গে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement