Advertisement
Advertisement
Amitabh Bachchan

ঘন ঘন অযোধ্যা যাচ্ছেন অমিতাভ, রামজন্মভূমিতে জমিও কিনেছেন, ব্যাপারটা কী?

রামমন্দির প্রতিষ্ঠার পর আবার কেন অযোধ্যা পাড়ি দিচ্ছেন বিগ বি?

Amitabh Bachchan to travel in Ayodhya soon, reports | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:February 4, 2024 8:42 pm
  • Updated:February 4, 2024 8:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামমন্দির উদ্বোধনের আগে অযোধ্যায় (Ayodhya) জমি কিনেছেন। এমনকী রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে ছেলে অভিষেক বচ্চনকে নিয়ে সশরীরে হাজিরও হয়েছিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। তারকাদের ভীড়ের মধ্যে একমাত্র বিগ বি’র সঙ্গেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কুশলমঙ্গল বিনিময় করতে দেখা গিয়েছে। আর ২২ তারিখ সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার পরই এবার দিন কয়েকের মাথায় ফের রামজন্মভূমিতে যাচ্ছেন অমিতাভ। এত ঘন ঘন অযোধ্যা যাওয়ার কারণ কী?

দিন কয়েক আগেই অযোধ্যা মন্দির থেকে ফিরে এসে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন অমিতাভ বচ্চন। রামেবিভোর বচ্চন তাঁর এক্স হ্যান্ডেলেও লিখেছিলেন, “সময় খুবই শক্তিশালী।” কোন প্রেক্ষিতে তিনি একথা লিখেছেন? সেটা উল্লেখ করেননি ঠিকই, তবে অনুরাগীদের মতে, অমিতাভ রামমন্দিরের প্রতিষ্ঠা নিয়েই এমন মন্তব্য করেছেন। কারণ, দীর্ঘ অপেক্ষার পর অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠা হয়েছে। বহু আইনি লড়াই, রাজনৈতিক বাকবিতণ্ডা, প্রতিবাদ-প্রতিরোধ সব পেরিয়ে গত ২২ জানুয়ারি রামজন্মভূমিতে রামলালার প্রাণপ্রতিষ্ঠা হল। সেই প্রেক্ষিতেই সম্ভবত সময়ের গুরুত্বের কথা লিখেছেন অমিতাভ। কিন্তু এবার কেন অযোধ্যাযাত্রা অমিতাভের?

Advertisement

[আরও পড়ুন: শিবাজি মহারাজের চরিত্রে শাহিদ কাপুর, কেরিয়ারের সবথেকে বিগ বাজেট ছবির দায়িত্ব কাকে দিলেন?]

বলিউড মাধ্যম সূত্রে খবর, আগামী ৯ ফেব্রুয়ারি অযোধ্যায় পা রাখবেন বিগ বি। তবে কোনও সিনেমার কাজে নয়। তাহলে কি মন্দিরে পুজো দিতে? সেই প্রশ্নের উত্তর অধরা থাকলেও জানা গিয়েছে, ৯ তারিখ অযোধ্যায় এক জনপ্রিয় গয়না প্রস্তুতকারক সংস্থার বিপণনী দূত হিসেবে উপস্থিত থাকতে চলেছেন তিনি। এদিন সেখানে ওই সংস্থার নতুন শো রুমের উদ্বোধন করবেন বলিউড শাহেনশা। সেই প্রেক্ষিতেই অযোধ্যা যাওয়া তাঁর। তবে কাজের অবসরে রামলালার দর্শন করবেন বলেও খবর।

এর আগে রামমন্দির উদ্বোধন প্রসঙ্গে নিজের ব্লগে বিগ বি লিখেছিলেন, “আধ্যাত্মিক চেতনায় ভরা একটি দিন। অযোধ্যাযর প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান থেকে ফিরলাম। আধ্যাত্মিকতার মহিমা উদযাপন এবং বিশ্বাস, শ্রীরামের জন্মভূমিতে মন্দির প্রতিষ্ঠায় বিভোর। এর বেশি বর্ণনা করা সম্ভব নয়। কারণ মনের বিশ্বাস, চেতনাকে এভাবে ভাষায় বর্ণনা করা যায় না।” সোশাল মিডিয়াতেও রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে গেরুয়া উত্তরীয় পরা অমিতাভের ছবি ভাইরাল হয়েছে।

[আরও পড়ুন: কেরিয়ারে ভাঁটা কাটাতে দ্রুত ‘ডন ৩’র কাজে নামছেন রণবীর সিং, থাকছে চমকও! কবে শুরু শুটিং?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement