Advertisement
Advertisement

Breaking News

Amitabh Bachchan

রামনবমীতে অযোধ্যায় ‘রামকথা’ শোনাবেন অমিতাভ বচ্চন, সাক্ষী থাকবে গোটা দেশ, কীভাবে?

কোথায়, কখন দেখতে পাবেন 'রামকথা' অনুষ্ঠান? জেনে নিন।

Amitabh Bachchan To Narrate Stories From Ram Katha On Ram Navami
Published by: Sandipta Bhanja
  • Posted:April 1, 2025 3:14 pm
  • Updated:April 2, 2025 12:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই ঘন ঘন অযোধ্যায় পাড়ি দিয়েছেন অমিতাভ বচ্চন। রামলালার টানে একাধিক জমিও কিনেছেন অযোধ্যা নগরীতে। রামলালার জন্য গড়িয়ে দিয়েছেন সোনার হারও। এবার ফের একবার ‘রামনাম’-এর জেরেই শিরোনামে বলিউড শাহেনশা। আগামী ৬ এপ্রিল রামনবমী উপলক্ষে অযোধ্যায় ‘রামকথা’ শোনাবেন তিনি। যে অনুষ্ঠানের সাক্ষী থাকবে গোটা দেশ।

রামমন্দির উদ্বোধনের আগে অযোধ্যায় (Ayodhya) জমি কিনেছিলেন অমিতাভ (Amitabh Bachchan)। এমনকী রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে ছেলে অভিষেক বচ্চনকে নিয়ে সশরীরে হাজিরও হয়েছিলেন বলিপাড়ার প্রবীণ সুপারস্টার। তারকাদের ভিড়ে একমাত্র বিগ বি’র সঙ্গেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কুশলমঙ্গল বিনিময় করতে দেখা গিয়েছিল। এবার রামনবমীর পুণ্যতিথিতে রামকথা পাঠ করার গুরুদায়িত্ব পড়ল বিগ বি’র কাঁধে। জানা গিয়েছে, এপ্রিল মাসের ৬ তারিখ সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত জিও হটস্টার-এ লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবে। প্রযুক্তির আশীর্বাদে যে পবিত্র অনুষ্ঠানে অংশ নিতে পারবেন কোটি কোটি মানুষ। এহেন গুরুভার পেয়ে নিজের অনুভূতি ভাগ করে নিয়েছেন বিগ বি।

Advertisement

সিনিয়র বচ্চনের কথায়, “এমন পবিত্র অনুষ্ঠানে অংশ নেওয়া জীবনের এক বিরাট সম্মান। রামনবমী শুধু উৎসব নয়, এক গভীর প্রতিফলনের মুহূর্ত। শ্রীরামের ধর্ম, ভক্তি এবং আদর্শ উদযাপনের সময়। প্রযুক্তির আশীর্বাদে জিও হটস্টার-এর দৌলতে সারা দেশ এদিন সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার এক অভূতপূর্ব উদযাপনে একত্রিত হবে।” শুধু তাই নয়, মহাকাব্যের সাত কাণ্ড নিয়ে এক আলোচনা পর্বের সঞ্চালনাও করবেন অমিতাভ।

Amitabh Bachchan offers prayers at Ram Mandir in Ayodhya
ছবি: এক্স হ্যান্ডেল

প্রসঙ্গত, রামজন্মভূমি অমিতাভ বচ্চনের কাছে কতটা গুরুত্বপূর্ণ? সেটা একাধিকবার কথায়বার্তায় কিংবা কাজেকর্মে বুঝিয়ে দিয়েছেন তিনি। রামমন্দির থেকে মাত্র দশ কিলোমিটার দূরে সাড়ে ৪ কোটি টাকা দিয়ে ৫৪,৪৫৪ বর্গফুটের এক বিশাল জমি কিনেছেন। যে মাটিতে তাঁর স্বর্গীয় পিতা তথা স্বনামধন্য কবি হরিবংশ রাই বচ্চনের নামে মেমোরিয়াল ট্রাস্ট তৈরির পরিকল্পনা রয়েছে বিগ বি’র। গতবছর অযোধ্যা মন্দির থেকে ফিরে এসে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন অমিতাভ বচ্চন। রামেবিভোর বচ্চন তাঁর এক্স হ্যান্ডেলেও লিখেছিলেন, ‘সময় খুবই শক্তিশালী।’ কোন প্রেক্ষিতে তিনি একথা লিখেছিলেন? সেটা উল্লেখ করেননি ঠিকই, তবে অনুরাগীদের মতে, রামমন্দিরের প্রতিষ্ঠা নিয়েই এমন মন্তব্য করেছেন অমিতাভ। কারণ, দীর্ঘ অপেক্ষার পর অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠা হয়েছে। বহু আইনি লড়াই, রাজনৈতিক বাকবিতণ্ডা, প্রতিবাদ-প্রতিরোধ সব পেরিয়ে চব্বিশ সালের ২২ জানুয়ারি রামজন্মভূমিতে রামলালার প্রাণপ্রতিষ্ঠা হয়। সেই প্রেক্ষিতেই সম্ভবত ‘সময়ের গুরুত্বে’র কথা উল্লেখ করেছিলেন শাহেনশা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement