Advertisement
Advertisement

Breaking News

Amitabh Bachchan

পান মশলার বিজ্ঞাপন আর করবেন না, ‘বোধোদয়’ অমিতাভ বচ্চনের

পান মশলার বিজ্ঞাপনে অভিনয় করায় প্রবল সমালোচিত হয়েছিলেন বিগ বি। তার জেরেই এ সিদ্ধান্ত!

Amitabh Bachchan terminates his contract with pan masala brand | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:October 11, 2021 9:34 pm
  • Updated:October 12, 2021 8:04 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পান মশলার বিজ্ঞাপন আর করবেন না অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)।  অভিনেতার ৭৯তম জন্মদিনেই তাঁর অফিসের পক্ষ থেকে বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হল এই কথা। নিজের ব্লগে বক্তব্য শেয়ার করেছেন বিগ বি।  

কিছুদিন আগেই একটি পান মশলার কোম্পানির জন্য বিজ্ঞাপন করেছিলেন অমিতাভ বচ্চন।  তা প্রকাশ্যে আসার পরই সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। মনে করা হচ্ছে, সেই কারণেই এই পদক্ষেপ নিয়েছেন বিগ বি।  যে বিবৃতি অমিতাভ শেয়ার করেছেন তাতে জানানো হয়েছে, বিজ্ঞাপনটি যে তামাকজাতীয় দ্রব্যের তা কিংবদন্তি তারকা জানতেন না। যখন তিনি তা  জানতে পারেন, সংস্থার সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করে দেন। বিজ্ঞাপনের জন্য নেওয়া পারিশ্রমিকও ফিরিয়ে দিয়েছেন বিগ বি।

Advertisement

Veteran actor Amitabh Bachchan decides to donate money to help procure ₹16 cr injection for ailing child

[আরও পড়ুন: Bony Movie Review: কৈশোরে পড়া উপন্যাসের আমেজ ফিরিয়ে দিল কোয়েল-পরমব্রতর ‘বনি’]

পান মশলার বিজ্ঞাপনে বলিউডের একাধিক তারকাকে দেখা যায়। এই তালিকায় শাহরুখ খান (Shah Rukh Khan), অজয় দেবগনের মতো তারকাও রয়েছেন। অমিতাভ বচ্চনের বিজ্ঞাপনটি প্রকাশ্যে আসার পর তাঁর অনুরুগীদের একাংশ অসন্তুষ্ট হন। অনেকেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করেন। তামাক বিরোধী সংস্থার পক্ষ থেকে বিগ বি’কে নাকি চিঠিও লেখা হয়।  মনে করা হচ্ছে, এর জেরেই বিজ্ঞাপন সংস্থার সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করেছেন অমিতাভ বচ্চন। 

amitabh

জন্মদিনে বিগ বি’র এই ঘোষণায় খুশি তাঁর অনুরাগীরা। তাঁর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন প্রত্যেকে। এদিকে ৭৯তম জন্মদিনে বলিউডের শাহেনশাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁর অনুরাগীরা। দেশের বিভিন্ন প্রান্তের বিনোদন জগতের তারকারাও শুভেচ্ছা জানিয়েছেন। আশির দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন তারকা। সেই কথা জানিয়ে ছবিও পোস্ট করেছেন তিনি। 

[আরও পড়ুন: Shororipu 2 Review: গোয়েন্দা ‘চন্দ্রকান্ত’ হয়ে এবারও কি বাজিমাত করতে পারলেন চিরঞ্জিৎ?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement